CITU '90 hours week'

শ্রমজীবীকে নিংড়ে নেওয়ার প্রতিযোগিতা, ‘৯০ ঘন্টা কাজ’ মন্তব্যে প্রতিক্রিয়া সিআইটিইউ’র

জাতীয়

শ্রমজীবীর ঘাম রক্ত নিংড়ে নেওয়ার প্রতিযোগিতায় নেমেছেন কর্পোরেটের মাথারা। একজন বলছেন সপ্তাহে ৭০ ঘন্টা কাজ করতে হবে। আরেকজন বলছেন ৯০ ঘন্টা কাজ করতে হবে সপ্তাহে। 
লার্সেন অ্যান্ড টুবরো-র চেয়ারম্যানের মন্তব্যে এই ভাষাতেই ক্ষোভ জানিয়েছে সিআইটিইউ। এর আগে ইনফোসিসের চেয়ারম্যান নারায়ণ মূর্তি সপ্তাহে ৭০ ঘন্টা কাজের নিদান দিয়েছিলেন। 
সিআইটিইউ বলেছে, শ্রমজীবী ঘাম-রক্ত নিংড়ে নেওয়ার প্রতিযোগিতায় কর্পোরেটের মাথাদের যেন সক্রিয় সহযোগিতা করছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার। 
সিআইটিইউ বলেছে, এমনকি স্থায়ী কর্মীরাও চীন, ইউরোপ বা মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় কাজের সময়ের বিচারে বঞ্চিত। বেশি সময় কাজ করতে হয় ভারতীয় শ্রমজীবীদের। অথচ ওই দেশগুলি এগিয়ে উৎপাদনশীলতায়। কাজের সময় বাড়িয়ে চলার মারাত্মক প্রভাব পড়ছে শ্রমজীবীদের ওপর, সমাজের ওপর।
সিআইটিইউ মনে করিয়েছে যে শোষণের মাত্রা বাড়াতে কাজের চাপ বাড়ানোর কলে ১১ হাজার ৪৮৬ আত্মহত্যা হয়েছে। 
লারসেন অ্যান্ড টুবরোর চেয়ারম্যান এসএন সুব্রহ্মণ্যমের ওই মন্তব্যের কড়া বিরোধিতা করেছে কর্ণাটক আইটি ও আইটিইএস কর্মী ইউনিয়নও। এমন মন্তব্যের নিন্দার জন্য সব অংশকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তথ্য প্রযুক্তি কর্মীদের এই সংগঠন।

Comments :0

Login to leave a comment