রবিবার ২২টি লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করতে চলেছে বিজেপি ৷ রবিবার বাগডোগরা বিমানবন্দরে এমনটাই জানালেন বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার ৷ শনিবার রাতে বিজেপি’র সদর দপ্তরেই বৈঠকে বসেছিল দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি (সিইসি)। দীর্ঘ ৩ ঘন্টা ম্যারাথন বৈঠক হয়। সেখানেই পশ্চিমবঙ্গের বাকি ২২ জন প্রার্থীর নাম ঠিক হয়েছে বলে জানা গিয়েছে।
গত ২ মার্চ পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা কেন্দ্রের ২০ টিতে বিজেপি প্রার্থীদের নাম সহ প্রথম দফায় ১৯৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। সেই তালিকায় ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং সহ ৩৪ জন কেন্দ্রীয় মন্ত্রীর নাম। দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন। মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে বিদিশায় প্রার্থী করা হয়েছে। ত্রিপুরা পশ্চিম আসনে প্রার্থী হয়েছেন বিপ্লব কুমার দেবকে। পশ্চিমবঙ্গের ২০ আসনে বিজেপি’র প্রার্থী তালিকায় নাম ছিল। কোচবিহার- নিশীথ প্রামাণিক, আলিপুরদুয়ার- মনোজ টিগ্গা, বালুরঘাট- সুকান্ত মজুমদার, মালদহ উত্তর- খগেন মুর্মু, মালদহ দক্ষিণ- শ্রীরূপা ভাণ্ডারি, বহরমপুর- নির্মল কুমার সাহা, মুর্শিদাবাদ- গৌরীশঙ্কর ঘোষ, রানাঘাট- জগন্নাথ সরকার, বনগাঁ- শান্তনু ঠাকুর, জয়নগর- অশোক কাণ্ডারী, যাদবপুর- অনির্বাণ গঙ্গোপাধ্যায়, হাওড়া- রথীন চক্রবর্তী, হুগলী- লকেট চট্টোপাধ্যায়, কাঁথি- সৌমেন্দু অধিকারী, ঘাটাল- হিরন্ময় চট্টোপাধ্যায়, পুরুলিয়া- জ্যোতির্ময় সিং মাহাতো, বাঁকুড়া- সুভাষ সরকার, বিষ্ণুপুর- সৌমিত্র খান, আসানসোল- পবন সিং, বোলপুর- প্রিয়া সাহা। রাজ্যের বাকি ২২ টি আসনে এখনও প্রার্থীর নাম জানাতে পারেনি বিজেপি। সেই আসনের প্রার্থীর নাম রবিবার ঘোষণা করা হবে বলে এদিন বাগডোগরা বিমানবন্দরে জানালেন বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার।
BJP Candidates List
পশ্চিমবঙ্গের বাকি ২২ আসনে বিজেপি’র প্রার্থী ঘোষণা রবিবার!
×
Comments :0