৬ জুলাই নিজেদের ঘরের মাঠে কলকাতা ফুটবল লিগের ম্যাচ খেলতে নামছে মহামেডান স্পোর্টিং ফুটবল দল। তাঁদের প্রথম প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টস।
লিগের লড়াইতে নামার আগে, নতুন জার্সি উন্মোচিত হল মহামেডান স্পোর্টিং ক্লাব তাঁবুতে। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে মহামেডানের প্রধান ইনভেস্টর সংস্থা বাঙ্কারহিলের অন্যতম কর্তা দীপক কুমার সিং জানান, “খুব ভালো লাগছে। আমরা দুইবছর ধরে মহামেডানের সঙ্গে জুড়ে রয়েছি। আগামী মরশুম নিয়ে খুবই উত্তেজিত। নতুন ফোকাস, নতুন পরিকল্পনা এবং নতুন লক্ষ্যে দল গড়েছি। আমরা খুবই আশাবাদী যে, এই দল আগামীদিনে ভালো খেলবে।“
আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানান, “মহামেডান চেষ্টা করছে ক্লাবটাকে গুছিয়ে চালানোর এবং ভালো টিম করার। যখনই মহামেডান ক্লাবে আসি, মনটা ভালো হয়ে যায়। যখনই টেন্টটার সামনে দাঁড়াই, মনে হয় সত্যিই বাংলা ফুটবলে অনেককিছু গর্ব করার মতো আছে। মহামেডান ক্লাবের টেন্ট এবং মাঠ নিয়ে সত্যিই গর্ব হয়। একটা স্পষ্ট লক্ষ্য নিয়ে ক্লাবটা এগিয়ে চলেছে। মহামেডান ছাড়া কলকাতার কোনও ক্লাবই ময়দানের বাইরে পদচিহ্ন রাখতে পারেনি। আশা করছি মাঠেও তাঁরা ভালো ফল পাবে।“
অন্যদিকে, কলকাতা লিগে মহামেডানকে নেতৃত্ব দিতে চলেছেন সামাদ আলি মল্লিক। নতুন অধিনায়ক বলছেন, “আমরা মাঠে নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত।“
Comments :0