CPIM Protest Rally

বিদ্যুতের মূল্যবৃদ্ধি, প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল

জেলা

‘অস্বাভাবিক হারে বিদ্যুতের বিল বাড়ানোর প্রতিবাদে সোচ্চার হোন’ আহ্বান জানিয়ে শিলিগুড়িতে মিছিল হয়েছে। সিপিআই(এম) দার্জিলিঙ জেলা কমিটির ডাকে শুক্রবার বিকেলে অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের হয়। ছিলেন সিপিআই(এম) দার্জিলিং জেলা সম্পাদক সমন পাঠক, সিপিআই(এম) নেতা অশোক ভট্টাচার্য, জয় চক্রবর্তী, দিলীপ সিং, মুকুল সেনগুপ্ত প্রমূখ। মিছিল অনিল বিশ্বাশ ভবনের সামনে থেকে শুরু হয়ে হাশমি চক ঘুরে হিলকার্ট রোড ধরে সেবক মোড় হয়ে এয়ার ভিউ মোড় হয়ে ফের অনিল বিশ্বাস ভবনের সামনে এসে শেষ হয়। 
মিছিল শুরুর আগে সমন পাঠক বলেন, এই সময়কালে বিদ্যুতের বিল মাত্রাতিরিক্ত বাড়ানো হয়েছে। ২০১১ সালের আগে প্রতি ইউনিট ৪ টাকা ৯৩ পয়সা ছিল। সেখানে এখন প্রতি ইউনিট ৯ টাকা ২২পয়সাতে চলে গেছে। গত বছরের থেকে দুই গুণ বেশি এবছর চার্জ করা হচ্ছে। কেন্দ্রের মোদী সরকার নতুন স্কিমে স্মার্ট মিটারের মাধ্যমে সমস্ত বিদ্যুৎ ব্যবস্থাকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেবার চক্রান্ত করছে। এই জায়গায় দাঁড়িয়ে স্মার্ট মিটার ও বিদ্যুৎ বিলের বিরোধিতা করছি আমরা। শুধুমাত্র আজকের প্রতিবাদ মিছিলই নয়, আগামী দিনে এর প্রতিবাদ জানিয়ে বিদ্যুৎ দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখানো হবে। ধারাবাহিকভাবে পার্টি পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হবে। বিদ্যুৎকে বেসরকারিকরণের চেষ্টা হলে আন্দোলন গড়ে তোলা হবে।



 

Comments :0

Login to leave a comment