জীবন-জীবিকার স্বার্থে, দেশের স্বার্থে এবং সংবিধান রক্ষার স্বার্থে বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থীকে ভোট দিন। প্রচারের শেষ দিনে, শনিবার, বনগাঁর সর্বত্র এই আহ্বান জানালেন বামফ্রন্ট এবং কংগ্রেস কর্মীরা।
বিভাজন, দুর্নীতির রাজনীতিকে হারাতে হবে। হারাতে হবে বিজেপি আর তৃণমূলকে। সন্ত্রাসমুক্ত বাংলা গড়তে হবে। এইম র্মে আবেদন জানিয়েছেন বামফ্রন্ট ও কংগ্রেসের কর্মীরা।
বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ বিশ্বাসকে নিয়ে প্রচার চলে শনিবার সকাল থেকেই বনগাঁ, বাগদা, গাইঘাটা, স্বরূপনগরে। অটো, টোটোতে প্রার্থীর সমর্থনে ফেস্টুন , ব্যানার লাগিয়ে প্রচার করেন বামফ্রন্ট ও কংগ্রেস কর্মীরা। প্রচারে উঠে আসে বেকার যুবকদের কাজের দাবি, কৃষকের ফসলের দাম, মূল্যবৃদ্ধির প্রসঙ্গ। সিএএ নিয়ে বিজেপি ও তৃণমূলের মেরুকরণের চেষ্টার বিরুদ্ধে এদিন সকাল থেকে প্রচারে সরব হন বামফ্রন্ট ও কংগ্রেস কর্মীরা।
বনগাঁ লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) সমর্তিত কংগ্রেস প্রার্থী প্রদীপ বিশ্বাস এদিন জানিয়েছেন, বনগাঁর মানুষ নিষ্কৃতী চাইছেন বিজেপি -তৃণমূলের হাত থেকে। এদিন তিনি তাঁর নিজের গ্রাম বাগদার কানোয়ারায় গ্রামের মানুষকে নিয়ে গ্রাম সভা করেছেন। এছাড়া বয়রার শেষ প্রান্ত থেকে বাগদা পর্যন্ত টোটোতে শেষ দিনের নির্বাচনী প্রচার হয়েছে। এদিন নির্বাচনী প্রচার হয়েছে ১০টি টোটোতে লাল ও হাত মার্কা তেরঙ্গা ঝান্ডা নিয়ে বাম কংগ্রেস কর্মীরা পরিবর্তনের পক্ষে স্লোগানে গাইঘাটার চাঁদপাড়া থেকে ডুমা হয়ে বিভিন্ন গ্রামে এদিন নির্বাচনী প্রচার করেছে।
BANGAON CAMPAIGN
শেষ দিনে কংগ্রেস প্রার্থীকে নিয়ে সর্বত্র প্রচার বনগাঁয়
×
Comments :0