High Madrasa Election Chanchal

হারের ভয়ে পরিচালন সমিতির ভোট পিছিয়েছে তৃণমূল, প্রতিবাদ মিছিল চাঁচলে

জেলা

সন্তোষপুর কাতলামারি হাই মাদ্রাসার প্রধান শিক্ষককে ডেপুটেশন দিলেন বাম ও প্রগতিশীল প্রার্থীরা। ছবি: উৎপল মজুমদার

হারের ভয়ে তৃণমূল বন্ধ করেছে হাই মাদ্রাসার পরিচালন সমিতির ভোট। ভোটের দিন ঘোষণা করতে হবে দ্রুত। 
শনিবার এই দাবিতে চাঁচল থানা এলাকার সন্তোষপুর কাতলামারি হাই মাদ্রাসার প্রধান শিক্ষককে ডেপুটেশন দিলেন বাম ও প্রগতিশীল প্রার্থীরা। 
পরিচালন সমিতির নির্বাচনের নির্ধারিত দিন ছিল ১৪ সেপ্টেম্বর। এই নির্বাচনে বাম প্রগতিশীল প্রার্থীরা ছিলেন সব আসনে। পাশাপাশি রাজ্যের শাসক দল তৃণমূল ও কংগ্রেসও সব আসনে প্রার্থী দিয়েছিল। কিন্তু নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত জানানো হয়। 
বাম ও প্রগতিশীল প্রার্থীরা বলেছেন, নির্বাচনে পরাজয় নিশ্চিত বুঝে রাজ্যের তৃণমূল চাঁচল থানাকে দিয়ে দিয়ে ভোট স্থগিত করেছে।
পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব হবে না জানিয়ে মাদ্রাসার প্রধান শিক্ষককে দিয়ে ভোট বন্ধ করার নোটিশ জারি করিয়েছে পুলিশ। 
তাঁরা বলেছেন, শাসক দল ভয় পেলেই এইভাবে নির্বাচন পুলিশকে দিয়ে বন্ধ করে দেয়। এভাবে বিভিন্ন সমবায়ের ভোট বন্ধ করে দিয়েছে শাসক দল। 
এদিন প্রশাসনের এই নির্লজ্জ দলদাসত্বের প্রতিবাদ জানিয়ে ও অবিলম্বে ভোট করার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল হয়েছে এলাকায়। ভোটের দিন ঘোষণা করার দাবিও প্রধান শিক্ষকের কাছে জানিয়েছেন বাম প্রগতিশীল প্রার্থী ও সমর্থকরা।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন