Panchayat vote Congress

জোট করে লড়াই: অধীর চৌধুরী

রাজ্য

বামেদের সাথে জোটবদ্ধ ভাবে পঞ্চায়েত ভোটে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শুক্রবার প্রদেশ কংগ্রেসের দপ্তর, বিধান ভবনে সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ‘‘পঞ্চায়েত নির্বাচনে বামেদের সাথে জোট করে লড়াই করবে কংগ্রেস।’’ তিনি আরও বলেন, ‘‘সর্বস্তরের কংগ্রের কর্মীদের আমি বলতে চাই যে, বামেদের সাথে আলোচনা করে প্রার্থী ঠিক করতে এবং আসন সমঝোতা করতে।’’

বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। ৮ জুলাই এক দফায় হবে পঞ্চায়েত নির্বাচন। আজ থেকেই মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা। চলবে ১৫ জুন পর্যন্ত। অধীর চৌধুরী জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচন যাতে শান্তিপূর্ন ভাবে হয় তা নিশ্চিত করতে কংগ্রেসের পক্ষ থেকে হাই কোর্টের প্রধান বিচারপতি দৃষ্টি আকর্শন করে মামলা দায়ের করা হয়েছে। অধীর চৌধুরী যখন সাংবাদিক সম্মেলন করছেন তখন হাই কোর্টে ওই মামলার শুনানি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

গতবারের পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গ টেনে অধীর চৌধুরী বলেন, ‘‘২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের ৩৪ শতাংশ মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। ২০ হাজারের বেশি আসনে বিনা প্রতিদ্বব্দিতায় জয়ী হয়েছে তৃণমূল। নির্বাচনের দিন মানুষ খুন হয়েছে।’’

প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ‘‘সততা নয়, শঠতার পরিচয় দিয়েছে তৃণমূল। মনোনয়নের সময় কমিয়ে দিয়ে বিরোধীদের বেকায়দায় ফেলতে চাইছে তারা।’’ তিনি বলেন, ‘‘পঞ্চায়েত নির্বাচনের জন্য যেই প্রস্তুতি দরকার সেই প্রস্তুতির সময় দেওয়া হচ্ছে না। প্রার্থী ঠিক করা সহ একাধিক কাজ থাকে। বিরোধীরা যাতে সময় না পায় তাই পরিকল্পনা মাফিক এই কাজ করেছে রাজ্যের শাসক দল।’’ মনোনয়নের সময় বাড়ানোর জন্য কংগ্রেস নেতা লেপাল মাহাতোর নেতৃত্বে একটি প্রতিনিধি দল শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি জমা দেবে বলে জানিয়েছে কংগ্রেস। আগামী ১৫ জুন কংগ্রেস পক্ষ থেকে শহীদ মিনারে জনসভার ডাক দেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই কর্মসূচিকে কেন্দ্র করে কাজ শুরুও হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে অধীর চৌধুরী জানিয়েছেন, ১৫ তারিখ পর্যন্ত মনোনয়ন জমা করার যেই ঘোষণা কমিশন করেছে তা যদি বদল না হয় তবে কর্মসূচি স্থগিত রাখা হবে কংগ্রেসের পক্ষ থেকে। 

 

Comments :0

Login to leave a comment