কোচবিহার থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগেই আনুষ্ঠানিক উদ্বোধন করলেও, ফের বানারহাটে এক রাস্তার লোক দেখানো শিলান্যাস ঘিরে তীব্র বিতর্ক শুরু হলো। বানারহাট ব্লকের সাঁকোয়াঝোড়া–১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গয়েরকাটা চা বাগানের বিঘা লাইন থেকে হিন্দুপাড়া বাগান গেট পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তার সংস্কার কাজের শিলান্যাস করেছেন এলাকার বিধায়ক। এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল, যার সংস্কারের দাবিতে বহুবার আন্দোলন করেছেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু এই শিলান্যাস অনুষ্ঠান ঘিরে উঠেছে গুরুতর প্রশ্ন। পথশ্রী প্রকল্পের আওতায় এই কাজের শিলান্যাস হলেও, অনুষ্ঠানে গ্রামোন্নয়ন দপ্তরের কোনো আধিকারিক বা কাজের দায়িত্বে থাকা ঠিকাদার সংস্থার কোনো প্রতিনিধিই উপস্থিত ছিলেন না।
এই প্রসঙ্গে স্থানীয় সিপিআই(এম) নেতৃা অপূর্ব বিশ্বাস তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, "তৃণমূল কংগ্রেস উন্নয়নের নামে মানুষকে প্রতিনিয়ত ঠকাচ্ছে। মুখ্যমন্ত্রীর করা আনুষ্ঠানিক উদ্বোধনের পরও বিধায়কের এই লোক দেখানো শিলান্যাস প্রমাণ করে যে এটি একটি ধাপ্পাবাজি ছাড়া আর কিছু নয়। মানুষের ক্ষোভ চাপা দিতেই এই নাটক চলছে। দপ্তর বা ঠিকাদার ছাড়াই কীভাবে কাজ শুরু হবে? সরকার অবিলম্বে কাজ শুরু করুক, নয়তো আমরা বৃহত্তর আন্দোলনের পথে নামব।"
স্থানীয়দের অভিযোগ, অতীতেও এই অঞ্চলে একাধিক প্রকল্পের শিলান্যাস হয়েছে, কিন্তু পরে সেই কাজ শুরু হয়নি। বাগান এলাকার শ্রমিক পরিবার, স্কুল পড়ুয়া ও অসুস্থ রোগীদের যাতায়াতের জন্য এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা বর্ষাকালে পুরোপুরি বন্ধ হয়ে যায়। এলাকাবাসীর দাবি, দ্রুত কাজ শুরু করে তাদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটানো হোক।
Banarhat
বানারহাটে লোক দেখানো রাস্তার শিলান্যাস, বিতর্ক
×
Comments :0