Swarupnagar High Madrasah

স্বরূপনগর হাই মাদ্রাসায় জয়ী বাম গণতান্ত্রিক প্রগতিশীল প্রার্থীরা

জেলা

স্বরূপনগর ব্লকে বড় বাকড়া আজিজিয়া হাই মাদ্রাসার(এইচ এস)পরিচালন সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বাম গণতান্ত্রিক প্রগতিশীল দলের প্রার্থীরা ৬টি আসনেই জয়ী হয় ৭০-র উপর বেশি ভোটের ব্যবধানে। ১০বছর পর এই জয়ে স্বাভাবিকভাবেই উল্লসিত বাম গণতান্ত্রিক প্রগতিশীল দলের প্রার্থীরা ও সাধারণ মানুষ। জয়ী বাম গণতান্ত্রিক প্রগতিশীল দলের প্রার্থীরা হলেন সামসুন্নাহার বিবি, আব্দুল মান্নান গাজি, ইয়াসিন সরদার, ফারুক হোসেন, মনিরুল সরদার, ও সাইফুদ্দিন গাজি।
রবিবার সকাল থেকেই ছিল টানটান উত্তেজনা। ছিল প্রচুর পুলিশি ব্যবস্থা। তারই মধ্যে ১টি মহিলা সংরক্ষিত আসন ও ৫টি সাধারণ আসন নিয়ে ৬ আসন বিশিষ্ট বড় বাকড়া আজিজিয়া হাই মাদ্রাসার (এইচ এস)পরিচালন সমিতির নির্বাচনে বাম গণতান্ত্রিক ও প্রগতিশীল দলের প্রার্থীরা ৬ টি আসনে জয়ী হয়।
সপ্তম রাউন্ড শেষে বাম গণতান্ত্রিক প্রগতিশীল দলের প্রার্থী সামসুন্নাহার বিবি,আব্দুল মান্নান গাজি, ইয়াসিন সরদার,ফারুক হোসেন, মনিরুল সরদার ও সাইফুদ্দিন গাজি জয়ী হয়। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং এক রোখা মনোভাবের কাছে তৃণমূলের প্রার্থীরা কার্যত পরাজিত হয়।
সকাল থেকেই অভিযোগ আসছিল বহিরাগতরা জড়ো হচ্ছে অশান্তি পাকানোর। দুপুর ১২টার কিছু পর মাদ্রাসার আসেপাশে অশান্তি পাকানোর উদ্দেশ্যে বহিরাগত দুষ্কৃতীরা জড়ো হলে লাঠি উঁচিয়ে পুলিশ তাদের হটিয়ে দেয়।ফের অশান্তির আঁচ পেয়ে পুলিশের সংখ্যা বাড়ানো হয়। অন্যদিকে বাম গণতান্ত্রিক প্রগতিশীল দলের সমর্থকরা ভোট যাতে প্রহসনে পরিণত না তার জন্য শিরদাঁড়া টানটান রেখে নজর রেখেছিল চতুর্দিক।

Comments :0

Login to leave a comment