গত রবিবার ব্রিগেডে গীতা পাঠের আসরে চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধরের ঘটনার সঙ্গে যুক্ত ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্যাটিস বিক্রেতার ওপর হামলার ঘটনায় প্রতিবাদ হয়েছে রাজ্যের সর্বত্র। দাবি উঠেছে দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। প্যাটিস বিক্রেতাকে দলবেঁধে মারধরের ঘটনায় কাউকে গ্রেপ্তার করায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আইনজীবী সায়ন ব্যানার্জি গত মঙ্গলবার ময়দান থানায় এফআইআর দায়ের করেন। হাইকোর্টের প্রধান বিচারপতিকেও চিঠি পাঠান তিনি। হুগলি জেলার আরামবাগের বাসিন্দা হকার চিকেন প্যাটিস বিক্রি করার জন্য গীতাপাঠ অনুষ্টানে গিয়েছিলেন। এদিন কলকাতায় ওই হকারের বাসস্থানে গিয়ে দেখা করার কথা ছিল পশ্চিমবঙ্গ স্ট্রিট হকার্স ফেডারেশন নেতৃবৃন্দের। কিন্তু সংগঠনের সম্পাদক আসিতাঙ্গ গাঙ্গুলি জানিয়েছেন যে ওই হকারকে আরামবাগে তাঁর গ্রামে পাঠিয়ে দিয়েছে পুলিশ। কয়েকদিন বাদে তিনি আসবেন। তখন দেখা করবে হকার আন্দোলনের নেতৃবৃন্দ। তিনি জানিয়েছেন ওই হকারকে সহায়তা এবং পাশে থাকবে সংগঠন। মুর্শিদাবাদের বেলডাঙায় তৃণমূল বিধায়ককে দিয়ে ‘বাবরি মসজিদ’র শিলান্যাসের পরদিনই রবিবার কলকাতায় ব্রিগেডে জমায়েত করে গীতা পাঠের আসর করে আরএসএস। হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের সাধুসন্তদের জড়ো করার পাশাপাশি বিজেপি’র নেতারা সেদিনের অনুষ্ঠানে ছিলেন। ওই দিন গীতাপাঠের আসরে নিপীড়িত হন দরিদ্র এক খাবার বিক্রেতা। মাঠে আমিষ খাবার বিক্রির ‘‘অপরাধে’ বিক্রেতাকে বেধড়ক মারধর করা হয়। কান ধরে ওঠবোস করিয়ে তাঁর সমস্ত খাবার ফেলে দেওয়া হয়। সেই দৃশ্যের ভিডিও ওইদিন ভাইরাল হয় সমাজ মাধ্যমে। তারপর ময়দান থানায় এফআইআর দায়ের হয়। প্যাটিস বিক্রেতার ওপর হামলার ঘটনায় প্রতিবাদ হয় রাজ্যের সর্বত্র। দাবি উঠে দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ ও ভিডিয়ো দেখে অভিযুক্তদের চিহ্নিত করে। তারপরই প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করে ময়দান থানার পুলিশ। ধৃতদের নাম সৌমিক গোলদার, তরুণ ভট্টাচার্য ও স্বর্ণেন্দু চক্রবর্তী। বুধবার গভীর রাতে ও বৃহস্পতিবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে ধৃত সৌমিক ঘোষ উত্তর ২৪ পরগনার গোবরডাঙার বাসিন্দা। তরুণ ভট্টাচার্য হুগলির উত্তরপাড়ার বাসিন্দা। স্বর্ণেন্দু চক্রবর্তী অশোকনগরের বাসিন্দা। পুলিশ জানিয়েছে ওই তিনজন ৭ ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল।
Patties Seller Assault
চিকেন প্যাটিস বিক্রেতাদের মারধরে গ্রেপ্তার ৩
×
Comments :0