Weather

আরও কমবে তাপমাত্রা, কী পূর্বাভাস হাওয়া অফিসের

রাজ্য কলকাতা

রাজ্যের শীতের আজেম উপভোগ করছে মানুষ। চলতি সপ্তাহের শুরু থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সর্বনিন্ম তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে। আবহাওয়া দপ্তরে পূর্বাভাস সপ্তাহের শেষে আরও নামবে পারদ।    

আলিপুর আবহাওয়া জানিয়েছে যে বঙ্গোপসাগরে কোনও ঘূর্ণিঝড় বা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা নেই। ফলে বৃষ্টি হওয়ারও কোনও সম্ভাবনা থাকছে না। তাই পারদ নামায় কোনও বাধা থাকছে না। দক্ষিণবঙ্গের জেলা গুলিতে শীত স্বাভাবিক থাকবে। বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া জেলার কিছু কিছু জেলায় তাপমাত্রার পারদ নেমে ১২ ডিগ্রি পর্যন্ত হতে পারে পূর্বাভাস। এই কদিনের মধ্যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে মধ্যেই থাকবে। তবে বেশ কিছু জায়গায় থাকবে কুয়াশার দাপট।  

উত্তরবঙ্গে জেলা গুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি ছিল। মরশুমের প্রথম থেকেই তাপমাত্রা বেশ কম ছিল উত্তরে। দার্জিলিঙ ও কালিংপঙ জেলায় সর্বনিন্ম তাপমাত্রা ছিল প্রায় ৯ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের জেলা গুলিতেও কুয়াশার দাপট থাকবে। দৃশ্যমানতা কম হবে বলে জানিয়েছে।

Comments :0

Login to leave a comment