পানিহাটি পৌরসভার সামনে বিক্ষোভ দেখালো বামফ্রন্ট। বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন ফরওয়ার্ড ব্লকের নেতা স্বপন দাস। বক্তব্য রাখেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য এবং দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সুজন চক্রবর্তী।
সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদকমন্ডলীর সদস্য ঝন্টু মজুমদার, পার্টিনেতা অনির্বাণ ভট্টাচার্য, শুভব্রত চক্রবর্তী, আরএসপি নেতা পঙ্কজ দাস, সিপিআই নেতা সুখেন্দু গোস্বামীও বক্তব্য রাখেন।
পানিহাটি পৌরসভায় নাগরিক জীবনে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে জঞ্জাল। পানিহাটি পৌরসভার সঙ্গে জড়িয়ে রয়েছে মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজী সুভাষ চন্দ্র বসু, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, প্রশান্ত চন্দ্র মহলনাবিশের। ঐতিহাসিক রাস্তা নীলগঞ্জ রোডে চলাচল দুঃসাধ্য হয়ে পড়েছে।
পরিশ্রুত পানীয় জল দেওয়ার প্রতিশ্রুতি কার্যকর হয়নি কেন তৃণমূল পরিচালিত পৌরসভার উদ্দেশ্যে সে প্রশ্নও তুলেছেন বামফ্রন্ট নেতৃবৃন্দ। পৌর নিয়োগ দুর্নীতির প্রসঙ্গও এসেছে।
PANIHATI SUJAN CHAKRABARTY
পানিহাটি পৌরসভায় বিক্ষোভ
×
Comments :0