CPIM CAMPAIGN

হুগলীতে ব্যাপক প্রচার সিপিআই(এম) প্রার্থীর

রাজ্য জেলা

হুগলী লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই (এম) প্রার্থী মনোদীপ ঘোষকে নিয়ে বৃহস্পতিবার ধনিয়াখালির ব্লকের গুড়াপ পঞ্চায়েতের ১০টি বুথ এলাকা পরিক্রমা করলেন বামফ্রন্ট কর্মী সমর্থকরা। রাস্তার দু’ধারে উপস্থিত এবং  পথ চলতি মানুষজনের সঙ্গে প্রার্থী মনোদীপ ঘোষ সৌজন্য বিনিময় করে কথা বলেন। কৃষক ও খেতমজুর অধ্যুষিত এই গুড়াপ অঞ্চল। খেতমজুরদের কাজের সুযোগ অনেক  কমেছে। ফলে খেতমজুরদের দূরবর্তী স্থানে গিয়ে কাজের সন্ধান করতে হয়। তাও সব দিন কাজ মেলে না। এখন আবার এই সব কথা গ্রামে বলা যায় না। শাসক দলের চাপে গরিব মানুষের কথা বলা বা প্রতিবাদ করার অধিকার নেই। তাই গরিব পাড়ার মানুষ পরিবর্তন চাইছেন। অনেকই জানালেন,   দুই ফুলের আমলে শুধুই প্রতিশ্রুতির তরজা চলছে। কিন্তু  গরিব মানুষ সঙ্কটের মধ্যে দিন কাটাচ্ছে। তাই লাল ঝান্ডার পতাকা তলে মানুষ সংঘটিত হচ্ছেন। এদিন প্রচারেও বেরিয়েছেন তাদের অনেকে। এই প্রচার চলাকালীন এলাকার  বিশেষ করে গরিব খেটে খাওয়া মানুষরা স্বতঃস্ফূর্তভাবে বাড়ি থেকে বেরিয়ে আসেন। অনেকেই নিজের থেকেই এগিয়ে এসে প্রার্থীর সঙ্গে পরিচিত হন। গ্রামে অনেক দিন ধরে ১০০ দিনের কাজ বন্ধ। বকেয়া মজুরি মেলে নি। আবাস যোজনার বাড়ি পান নি অনেকেই। তাই গরিব মানুষ খুব কষ্টের সঙ্গে সংসার চালাচ্ছেন, এমন সব সমস্যার কথা প্রার্থীকে কাছে পেয়ে মানুষ জানালেন। 
প্রচারে ছিলেন পার্টিনেতা আব্দুল হাই, সুনীল বাগ বন্যা টুডু সহ কৃষক- খেতমজুর, মহিলা ও ছাত্র যুবরা। প্রার্থীর এই  প্রচার ঘিরে এলাকার মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। প্রচার শেষে গুড়াপ বেলতলায় পথসভা হয়।  

Comments :0

Login to leave a comment