উত্তর ২৪ পরগনার খড়দহ রহড়ায় কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে নির্মীয়মান বেসরকারি স্কুলে বোমাবাজি ও বন্দুক নিয়ে দুষ্কৃতী তান্ডবের অভিযোগ। বুধবার রাতে নির্মীয়মান স্কুলে মাটি ফেলার কাজ চলছিল।রাত ১১ টা নাগাদ মাটির গাড়ি বেরিয়ে যাবার পরে একটি সাদা রঙের চার চাকা গাড়ি করে কয়েজন দুষ্কৃতীরা এসে প্রথমে গালিগালাজ করে নৈশ প্রহরী কে। এরপরই প্রায় ১০ জন দুষ্কৃতী এসে স্কুলের গেটের সামনে বোমা মেরে ভেতরে ঢুকে স্কুলের রিসেপশনে টেবিল ভাঙচুর করে l স্কুলে কর্মরত কর্মীদের বন্দুক দেখিয়ে গুলি চালানোর ভয় দেখায় l এরপরই তারা সিসিটিভি নিয়ে পালিয়ে যায়। দুষ্কৃতী হামলার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সংবাদমাধ্যমে। ঘটনার পরে রহড়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে রহড়া থানার পুলিশ। ঘটনার জেরে আতঙ্কে রয়েছেন স্কুলের কর্মীরা।
স্কুলের এক কর্মী বলেন,‘‘রাতে কাজ চলছিল। রাত সাড়ে ১২টা নাগাদ দুষ্কৃতীরা স্কুলের গেটে বোমা মেরে ভেতরে ঢুকে পড়ে। শুরু করে দেয় গালাগালি। সিসি ক্যামেরার হার্ড ডিস্ক কোথায় রয়েছে জানতে চেয়ে সব ভেঙে চুরে দেয়। পিস্তল দেখিয়ে বলে কথা না শুনলে এখানেই শেষ করে দেবে। ঘটনার প্রায় দুই ঘন্টা পরে পুলিশ আসে। তবে রাতে স্কুলে পাহারা দিয়েছে পুলিশ’’।
Comments :0