Lok Sabha Election Campaign

দাবদাহ উপেক্ষা করে দুই বাম প্রার্থীর প্রচার হুগলী, আরামবাগে

রাজ্য জেলা

হরিপাল বিধানসভার চন্দনপুরে গ্রামবাসীদের সঙ্গে আরামবাগ কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী বিপ্লব মৈত্র।

প্রচন্ড উত্তাপের মধ্যেও বৃহস্পতিবার হুগলী ও আরামবাগ লোকসভা কেন্দ্রের দুই বাম প্রার্থী মনোদীপ ঘোষ ও বিপ্লব মৈত্রর প্রচার ঘিরে উৎসাহ উদ্দীপনা দেখা যায়। দক্ষিণ বঙ্গে লু চলবে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আর সেই প্রবল দাবদাহকে উপেক্ষা করে ভোট প্রচার করে চলেছেন মনোদীপ ঘোষ। হুগলি লোকসভার বাম প্রার্থী মনোদীপ ঘোষ সপ্তগ্রাম বিধানসভার মহানাদ এলাকায় প্রচার করেন সারা দিন। কখনো টোটো করে,  কখনো পায়ে হেঁটে প্রচার করতে দেখা যায় তাঁকে। কথা বলেন এলাকার মানুষের সাথে। মহানদ পঞ্চায়েতের নেক্সার, ঘোষপুর , বনগোপাল, সুদর্শন,পাটনা বিভিন্ন গ্রামে প্রচার হয়। বিকেলে সিনেমাতলা এলাকায় প্রচার হয়।


মহানদ পঞ্চায়েত এলাকায় প্রচারে হুগলী কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী মনোদীপ ঘোষ। ছবি অভীক ঘোষ।

অন্যদিকে আরামবাগ লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী বিপ্লব মৈত্র সারাদিন ধরে হরিপাল বিধানসভা এলাকার চন্দনপুর, হরিপুর-কিঙ্করবাটী ও বন্দিপুর এই তিন পঞ্চায়েত এলাকার নিবিড়ভাবে প্রচার সারলেন। কখনো পায়ে হেঁটে, কখনো বা অটোয় চেপে তীব্র রোদ্দুর মাথায় নিয়ে বিভিন্ন পাড়া, গ্রাম ও গঞ্জে মানুষের কাছে পৌঁছান। গ্রামবাসীরা বাড়ি থেকে বেরিয়ে এসে প্রার্থীর সঙ্গে করমর্দন করে শুভেচ্ছা বিনিময় করেন। মহিলারাও এগিয়ে এসে কথা বলেন। তরুণ প্রার্থীকে কাছে পেয়ে অনেকেই তাদের সমস্যার কথা বলেন। 

Comments :0

Login to leave a comment