indian premier league

আইপিএলে মুম্বই বনাম গুজরাট

খেলা

MI vs GT

মঙ্গলবার আইপিএলে ওয়াংখেড়েতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাট টাইটান্স। নিজের পুরোনো দলের বিরুদ্ধে নামবেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ড্য। বর্তমানে আইপিএলে ১০ ম্যাচে ১৪পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে শুভমন গিলের দল। ১১ম্যাচে সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মুম্বই। তাই লড়াই হবে বেশ হাড্ডাহাড্ডি। দুই দলই গত ম্যাচে জয় পেয়েছে। তবে রাজস্থানের বিরুদ্ধে মুম্বইয়ের জয়টা এসেছিল  ১০০রানের ব্যবধানে। বুমরাহ , ট্রেন্ট বোল্টদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি রাজস্থান। তাই মঙ্গলবার বাটলার , গিলদের সবথেকে বড়ো চ্যালেঞ্জ হল এই বোলিং দাপট সামলানো। তবে আইপিএলে এর আগের ছয়টি ম্যাচের মধ্যে পাল্লাভারী অবশ্য গুজরাটেরই । ৪বার জিতেছে গুজরাট এবং ২বার মুম্বই। কিছুদিন আগে অব্দিও শীর্ষে ছিল গুজরাট দল। তাই সেই স্থান ফিরে পেতে মরিয়া তারা। 

Comments :0

Login to leave a comment