CPI(M) RAJASTHAN

জনতার ঢেউ, বাইকে চড়ে সমাবেশে ইয়েচুরি

জাতীয়

CPIM TMC BJP AIKS RAJASTHAN ASSEMBLY ELECTION RAJASTHAN POLITICS 2023 BENGALI NEWS ভাদরার সভায় ইয়েচুরি। ছবি সিপিআই(এম)’র এক্স অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।

সুভাষ জাখর

 

‘‘পাঁচ কিলোমিটার দূরেও টের পাওয়া গিয়েছে সমাবেশের ভিড়। সমাবেশে পৌঁছতে গাড়ি থেকে নেমে চড়তে হয়েছে এক কমরেডের বাইকে। সমাবেশে পৌঁছনোর পরে স্বেচ্ছাসেবকরা চিনতে পেরেছেন তাই রক্ষে। নইলে ভিড়ের চাপে সমাবেশস্থলে ঢোকা অসম্ভব ছিল।’’ 

রাজস্থানের ভাদরা আসনে সিপিআই(এম) প্রার্থী বলওয়ান পুনিয়ার সমর্থনে বুধবার সভা ছিল। সেই সভায় পৌঁছনোর অভিজ্ঞতা ঠিক এই ভাষাতেই হাজার হাজার জনতার সঙ্গে ভাগ করে নিলেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।  

ভাদরায় এদিনের সমাবেশের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পাখির চোখে, বা ‘বার্ডস আই ভিউ’-তে দেখা যাচ্ছে, তিল ধারণের জায়গা নেই সমাবেশস্থলে। চেয়ার দিয়ে মাঠ ভরানোর কারসাজি নয়। রাজস্থানের সিপিআই(এম) কর্মীরা বেছে নিয়েছেন জমায়েতের মাধ্যমেই মাঠ ভরানোর পদ্ধতিকে। 

সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির এক্স অ্যাকাউন্ট থেকেও এই সমাবেশের ছবি এবং ভিডিও শেয়ার করা হয়েছে। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, রাজস্থানে গোটা প্রচার মরশুম জুড়ে এই প্রথম কোনও দল কেবলমাত্র একটি বিধানসভা কেন্দ্রের জমায়েতে এত বড় সমাবেশ করেছে। 

ভাদরার সভায় জনতার ঢল। ছবি সিপিআই(এম)’র টুইটার থেকে সংগৃহীত। 

সমাবেশের ছবির পাশাপাশি সমাবেশে আসা জনতার ঢলের ভিডিও’ও ভাইরাল হয়েছে। তার স্বতস্ফূর্ততা চোখে পড়ার মত। ভিডিও’তে দেখা গিয়েছে, গোটা রাস্তার দখল নিয়ে লালঝাণ্ডা হাতে জনতার স্রোত এগিয়ে চলেছে। তার মাঝে মাঝে গাড়ির উপর উঠে যুব প্রজন্মের কর্মীরা পতাকা ওড়াচ্ছেন। উড়ছে লাল গোলাপের পাপড়ি। 

চুম্বকে এই হল রাজস্থানের ভোট প্রচারের শেষলগ্নে সিপিআই(এম)’র অবস্থানের আভাস।

রাজস্থানের রাজনৈতিক ইতিহাসে সিপিআই(এম) সর্বোচ্চ ৩টি বিধানসভা আসনে জয়ী হয়েছে। এইবার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

কোন কোন বিষয় কে সামনে রেখে মরু রাজ্যে এমন পরিস্থিতি? 

কৃষক এবং আদিবাসী মানুষের জমি সংক্রান্ত ইস্যুতে রাজস্থানে দীর্ঘদিন ধরে সক্রিয় থেকেছেন সিপিআই(এম) সংগঠকরা। সিপিআই(এম) বিধায়ক কিংবা নেতাদের উদ্যোগে গ্রামে কিংবা গোটা অঞ্চলের খেতে জল এসেছে- এই ঘটনা বিরল নয়। একইসঙ্গে ছাত্র এবং যুবদের বিভিন্ন দাবিতে, বিশেষ করে অগ্নিবীর ইস্যুতে তাঁদের পাশে থাকা হয়েছে। তাঁদের সংগঠিত করা হয়েছে। এসএফআই’র তরফেও সেনায় ভর্তির জন্য সহায়তা শিবিরের আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে তার ফল মিলতে শুরু করেছে।

এখনও রাজস্থানের শহরাঞ্চলে এবং গোটা রাজ্যের বিচারে সিপিআই(এম)’র প্রভাব সীমিত। কিন্তু গুরুত্বপূর্ণ একাধিক এলাকার বিস্তীর্ণ গ্রামাঞ্চলে সামাজিক ভিত্তি গড়ে তুলতে সক্ষম হয়েছে পার্টি।

সেই ভিত্তি গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রয়েছে ছাত্র এবং যুবদেরও। রাজস্থানের বহু বিধানসভা আসনে গ্রাম ধরে ধরে ‘টিম’ রয়েছে এসএফআই’র। সারা বছর বিভিন্ন ইস্যুতে প্রচার চালান তাঁরা। ঢোঁড, দুঙ্গরগড়, ভদ্রা, রাইসিংনগর, অনুপগড়, দাতা রামগড়ের মত আসনগুলিতে সিপিআই(এম)’র প্রভাব বৃদ্ধিতে এই ‘টিম’গুলিরও যথেষ্ট প্রভাব রয়েছে। 

(প্রতিবেদক এসএফআই রাজস্থান রাজ্য সভাপতি)

Comments :0

Login to leave a comment