এ বছর মাধ্যমিকে পাশের হার ৮৬.৩১ শতাংশ, গতবারের তুলনায় সামান্য বেশি।
মাধ্যমিকে প্রথম কোচবিহার রম্ভোলা হাই স্কুলের চন্দ্রচূড় সেন, প্রাপ্ত নম্বর ৬৯৩।
দ্বিতীয় পুরুলিয়া জেলা স্কুলের সম্যপ্রিয়া গুরু, সে পেয়েছে ৬৯২ ।
তৃতীয় তিনজন। তিনজনেরই নম্বর ৬৯২। বালুরঘাট হাই স্কুলের উদয়ন প্রসাদ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের নৈঋত রঞ্জন পাল, বীরভূমের পুষ্পিতা বাউরি।
প্রথম দশের মেধাতালিকায় ৫৭ নাম।
আজ দেওয়া হবে মার্কশিট।
Madhyamik
মাধ্যমিকে পাশের হার ৮৬.৩১ শতাংশ
×
Comments :0