Earthquake

উত্তরবঙ্গে ভূমিকম্প, কম্পন এশিয়ার অন্যত্রও

জাতীয় রাজ্য আন্তর্জাতিক

Earthquake


সোমবার সন্ধ্যায় শিলিগুড়ি জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়। কম্পন অনুভুত হয় ধূপগুড়ি, কোচবিহার আলিপুরদুয়ার, মালদা বালুরঘাট এবং রায়গঞ্জে-সহ উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায়। এদিন সন্ধ্যে ৬টা ১৬মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৩। এদিন শুধু উত্তরবঙ্গে নয় কম্পন অনুভুত হয় বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৭ মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়। 

উত্তরবঙ্গের জেলাগুলিতে এদিন মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বেশ কয়েক সেকেন্ড কম্পন অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পে কোন ক্ষয়ক্ষতির খবর নেই। আতঙ্কিত মানুষজন অনেকেই বহুতল ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।  প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ভূমিকম্পের উৎসস্থল মেঘালয়। যদিও তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান চীনে রিখটার স্কেলে ৫.৩ মাত্রাব ভূমিকম্প হয়। ভূমিকম্পের উৎসস্থল মেঘালয়ে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নীচে ভূমিকম্পের উৎসস্থল।

 

Comments :0

Login to leave a comment