দিল্লি বিধানসভা নির্বাচনের নিজেদের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করলো আম আদমি পার্টি। আপের পক্ষ থেকে যেই তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে নিজের বর্তমান কেন্দ্র পাটপারগঞ্জের বদলে জাঙ্গপুরা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দিতা করবেন প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। সিসোদিয়ার ছেড়ে আসা আসনে প্রতিদ্বন্দিতা করবেন আওয়াদ ওঝা।
৭০ টি আসনের মধ্যে ৩১টি আসনের প্রার্থীর নাম ইতিমধ্যে ঘোষনা করে দেওয়া হয়েছে আপের পক্ষ থেকে। এখনও ৩৯টি আসনের প্রার্থীর নাম ঘোষনা বাকি আছে তাদের।
আবগারি দুর্নীতি মামলায় জেলে ছিলেন কেজরিওয়াল এবং সিসোদিয়া। জেল থেকে জামিন পাওয়ার পর মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন দুজন। আপের দুই শীর্ষ নেতা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে দিল্লির মানুষ যদি বিধানসভা নির্বাচনে ফের আপকে সমর্থন করে তবে তারা ফের দায়িত্ব তুলে নেবেন। এক্সহ্যান্ডেলে সিসোদিয়া লিখেছেন যে তিনি প্রস্তুত তার নতুন কেন্দ্রে লড়াইয়ের জন্য।
AAP
দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষনা করলো আপ
×
Comments :0