[ad}
শুক্রবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনা জেলার নিউ ব্যারাকপুরের বিলকান্দা ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বোদাই গ্রামের নারকেল বেরিয়ার একটি গেঞ্জি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে ভশ্মীভূত ওই কারখানা সংলগ্ন আরো তিনটি গেঞ্জি কারখানা। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে পৌছায় দমকলের পাঁচটি ইঞ্জিন। মুহূর্তে আগুন বিধ্বংসী আকার ধারণ করে। পরে আরো দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছায়। এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে দমকলের সাতটি ইঞ্জিন। শেষ পাওয়া খবরে জানা গেছে আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। জানা যায়নি আগুন লাগার কারণও। যদিও তা জানার চেষ্টা করছে দমকল ও প্রশাসন।
[ad}
স্থানীয় ও পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গেছে, এদিন সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ গেঞ্জি কারখানায় আগুন লেগেছে লক্ষ্য করেন কারখানার শ্রমিকরা। তাঁরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। বেগতিক বুঝে খবর দেন দমকলে। কারখানার সব কর্মীরা বাইরে বেরিয়ে আসেন। অভিযোগ আগুন লাগার ঘটনার পর দমকল দেরিতে ঘটনাস্থলে এসে পৌঁছায়। স্থানীয় মানুষ ও কারখানার শ্রমিকরা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যায়। পরে ঘটনাস্থলে আসে দমকলের পাঁচটা ইঞ্জিন। গেঞ্জি কারখানায় প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন ব্যাপক আকার নিতে শুরু করে। পরে আরো দুটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। আগুন নিয়ন্ত্রণে আনতে যুদ্ধকালীন তৎপরাতা শুরু করে দেয় দমকল কর্মীরা। জানা গেছে এখনো আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে রয়েছে পুলিশ। দমকল দেরিতে আসার কারণে ক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রা।
[ad}
Comments :0