বিস্ফোরণে নিহত হয়েছেন ১১ জন। তৃণমূল নেতা ভানু বাগের বাজি কারখানায় বোমা তৈরির অভিযোগে সরব থেকেছে এগরার এই গ্রাম। ক্ষোভের মুখে ঢুকতে পারেনি তৃণমূলেের প্রতিনিধিদল। ঘটনার ১১ দিন পর যেতে পারলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
নিহতদের পরিবারে হোমগার্ডের চাকরি এবং আড়াই লক্ষ টাকার চেক দিয়েছেন।
শনিবার মমতা বলেছেন, গ্রিন বাজির হাব তৈরি হবে। অবৈধ বাজি কারখানা বন্ধ হবে।
এই দাবি বহুদিনের। বামফ্রন্ট সরকারের সময় প্রক্রিয়া চালু হয়। কিন্তু এখন আরও বড় ঘটনা হলো রাজ্যের সর্বত্র মজুত বোমায় বিস্ফোরণ এবং বাজি কারখানার নামে বোমার কারখানা।
খাদিকুলে জনতার তীব্র রোষের মুখে পড়ে পুলিশও।
Comments :0