General Election 2024

বিজেপিকে ৮ বার ভোট দেওয়ার ভিডিও, উত্তরপ্রদেশে গ্রেপ্তার ১

জাতীয় লোকসভা ২০২৪

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে একটি বুথে বিজেপি প্রার্থীর পক্ষে একাধিক ভোট দেওয়ার ঘটনায় এক তরুণ ভোটারকে গ্রেপ্তার করল উত্তরপ্রদেশ পুলিশ। কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ বিরোধী দলগুলির বেশ কয়েকজন নেতা এক্স-এ এই ঘটনার ভিডিও শেয়ার করার পরে রবিবার গভীর রাতে রাজন সিং নামে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ২ মিনিটের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অন্তত আটবার ভোট দিচ্ছেন বিজেপি প্রার্থী মুকেশ রাজপুতের পক্ষে। উত্তরপ্রদেশের ফারুখাবাদ লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী রাজপুত।
অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার প্রতীত ত্রিপাঠীর অভিযোগের ভিত্তিতে নয়াগাঁও থানায় এফআইআর দায়ের করা হয়।
ভারতীয় দণ্ডবিধির ১৭১এফ ধারা (নির্বাচন সংক্রান্ত অপরাধ), ভারতীয় দণ্ডবিধির ৪১৯ ধারা (ব্যক্তিস্বার্থে প্রতারণা), জনপ্রতিনিধিত্ব আইনের ১২৮, ১৩২ এবং ১৩৬ ধারা (নির্বাচনে ভোট দেওয়ার গোপনীয়তা বজায় না রাখা) সহ অন্যান্য প্রাসঙ্গিক আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে।

Comments :0

Login to leave a comment