আবারও আগুন লাগার ঘটনা ঘটলো লিলুয়ায়। সোমবার বেলা বারোটা নাগাদ লিলুয়া গোপাল রাম পাঠক রোডের একটি পিচ চট তৈরির কারখানায় আগুন লাগে। আগুন লাগার সময়ে কারখানার ভিতরে শ্রমিকরা কাজ করছিলেন। আগুন দেখতে পেয়েই কারখানার ভিতর থেকে শ্রমিকরা বাইরে বেরিয়ে আসেন। পিচ চট তৈরির জন্য তৈরির জন্য কারখানার মধ্যে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন ছড়িয়ে পড়ে। আশেপাশে বহু কারখানা থাকায় আতঙ্কিত হয়ে কারখানার শ্রমিকেরা রাস্তায় চলে আসেন। কারখানায় কোন অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে শ্রমিকরাই বাইরে থেকে জল নিয়ে আসে। ঘটনার খবর পেয়েই দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করেন। কিন্তু এলাকায় পর্যাপ্ত জলের ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে অসুবিধার পড়েন দমকলকর্মীরা। বহুদূরে গোহালা পুকুর থেকে জল নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলকর্মীরা। প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলকর্মীরা। আগুন নিয়ন্ত্রণে হলেও জুট কারখানা হওয়ায় আগুন বহুক্ষণ পর্যন্ত ধিক ধিক করে জ্বলতে থাকে। বিকাল চারটা নাগাদ পুরোপুরি আগুন পুরোপুরি নিভিয়ে দেয় দমকলকর্মীর। হতাহতের কোন খবর নেই । আগুন কি করে লাগল তার তদন্ত চালাচ্ছে পুলিশ এবং দমকলকর্মীরা।
লিলুয়ার গোপাল রাম পাঠক রোডে পাশাপাশি বহু কারখানা রয়েছে। সেই কারখানা গুলোতে কয়েক হাজার শ্রমিক কাজ করেন। বহু কারখানায় অগ্নিনির্বাপক কোন ব্যবস্থা নেই বলে অভিযোগ করেন শ্রমিকেরা। শ্রমিকেরা জানান ওই এলাকার কোন কারখানায় আগুন লাগলে আগুন নেভাতে পর্যাপ্ত জলের কোন ব্যবস্থা নেই। এলাকায় যেমন পিচ চট তৈরির কারখানা আছে তেমন আছে হোসিয়ারী দ্রব্যে তৈরির কারখানা। সোমবার আগুন লাগা বর্ধমান প্লাস্টিক কারখানার পাশেই ছিল হোসিয়ারী দ্রব্য তৈরির কারখানা। আগুন ছড়িয়ে পড়ার ভয়ে কারখানার ভিতর থেকে শ্রমিকরা বাইরে বেরিয়ে আসেন। গোপাল রাম পাঠক রোডের কারখানায় অগ্নিনির্বাপক ব্যবস্থা আছে কিনা তা দেখতে শুরু করেছে পুলিশ ও দমকলকর্মীরা।
Fire in Liluah
ফের আগুন লিলুয়ায়, এবার পিচ চট তৈরির কারখানায়
×
Comments :0