শুভ্রজ্যোতি মজুমদার: শ্রীরামপুর
‘‘যে লাল ঝান্ডার পার্টি করি তারা শ্রমিকের অধিকার সুরক্ষিত করেছে। যারা সারা রাজ্যে শিল্পের লহর তৈরি করেছিল, সেই পার্টি থেকে থেকে ভোট চাইতে এসেছি। এখন তো কেউ কেউ সর্ষের বীজ ছড়িয়ে ধান উৎপাদন করতে পারেন, সেটি স্কুল পাঠ্যে ছাপিয়েও দেন। তাই সঠিক বিকল্প চিনে নিন, দীপ্সিতাকে ভোটে জিতিয়ে পার্লামেন্টে পাঠান।’’
অষ্টাদশ লোকসভা নির্বাচনে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী দীপ্সিতা ধরের সমর্থনে মঙ্গলবার প্রকাশ্য জনসভায় এই আহ্বান জানালেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষি মুখার্জি।
তিনি বলেন, ‘‘দেশের মানুষ খেটে ঘাম রক্ত দিয়ে দেশ তৈরি করেছে। আমরা কোনও হিটলারের বংশধরদের হাতে দেশকে তুলে দেব না। মানুষের প্রতি বিশ্বাস রাখুন।’’ মণিপুরের প্রসঙ্গ টেনে বলেন, ‘‘এ কোন দেশের ছবি যেখানে মেয়েদের নগ্ন করে হাটানো হয়! আর ছেলেরা তার ভিডিও করে।’’
মীনাক্ষী বলেন, ‘‘এ দেশে কৃষকরা আত্মঘাতী হন ফসলের ক্ষতি হওয়ার জন্য। যে দেশে মাস্টারমশাই জাতের গরবে দলিত বাচ্চাদের আছড়ে মারে। সেই দেশের ছবি দেখাতে চলেছে বিজেপি?’’
বিজেপি’র সঙ্গে বোঝাপড়ার জন্য কড়া সমালোচনা করেছেন তৃণমূলের।
এছাড়াও বক্তব্য রাখেন পার্টির রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য ও হুগলী জেলা সম্পাদক দেবব্রত ঘোষ। সিপিআই(এম) প্রার্থী দীপ্সিতা ধর বলেন, ‘‘আমরা গঠন মূলক কাজের কথা, রুজি রুটির কথা বলছি। ওরা কী কথা বলছেন? মাননীয় তৃণমূল সাংসদ তার হাঁটুর বয়সী ছাত্রী সম্পর্কে বলছেন ‘নতুন বোতলে পুরোনো মদ’, ‘জেএনইউর কমরেড’! যারা বিজেপিকে আটকাচ্ছে তাদের দেখে তৃণমূল সাংসদের জ্বালা হওয়াই স্বাভাবিক।’’
এছাড়া বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
Comments :0