‘‘মানুষের সঙ্কট নিয়ে বলবেন না প্রধানমন্ত্রী। বলবেন না কাজ, রোজগার, শিক্ষা নিয়ে। এ কথাও বলবেন না যে তাঁর সরকার কেন্দ্রের সব বিভাগের কাজ বেসরকারি হাতে তুলে দিতে চাইছে। যত বেসরকারি হাতে যাবে ততই সংরক্ষণের সুযোগ হারাবে তফসিলি জাতি, আদিবাসী এবং অন্য অনগ্রসর অংশ।’’
দ্বারভাঙায় প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব এই ভাষাতেই দিয়েছেন রাষ্ট্রীয় জনতা দল নেতা তেজস্বী যাদব।
দ্বারভাঙায় প্রচার করে গিয়েছেন নরেন্দ্র মোদী। জনসভা থেকে প্রধানমন্ত্রী পরিবারতন্ত্র টেনে আনতে চেয়ে আরজেডি প্রতিষ্ঠাতা লালপ্রসাদ যাদবের পুত্র তেজস্বীকে ‘শাহজাদা’ সম্বোধন করেছেন। প্রধানমন্ত্রী টেনে এনেছেন গুজরাট গণহত্যার প্রসঙ্গ। প্রায় বাইশ বছর আগে গোধরায় ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনার উল্লেখ করে আরজেডি এবং কংগ্রেসের মতো বিরোধী দলগুলিকে আক্রমণ করে বলেছেন, ‘এরা করসেবকদের ঘাড়ে দোষ চাপাতে চাইছে। আসল দোষীদের আড়াল করতে চাইছে।‘
সংবাদমাধ্যমের প্রশ্নে রবিবার তেজস্বী বলেছেন, ‘‘উনি গুরুজন ‘পীরজাদা’। আমরা ছোটখাট লোক। উনি আমাদের যা খুশি বলতেই পারেন। কিন্তু মনে করিয়ে দেব যে সেদিন প্রধানমন্ত্রীই ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী। আর দেশের প্রধানমন্ত্রী ছিলেন তাঁরই দলের নেতা অটলবিহারী বাজপেয়ী। মোদীজীকে পাশে বসিয়ে অটলজী বলেছিলেন রাজধর্ম পালন করা হয়নি গুজরাটে। মোদীজীকেই বুঝিয়েচিলেন যে তাঁর দায়িত্ব তিনি পালন করেননি।’’
বিহারে আরজেডি-কংগ্রেস এবং বামপন্থীরা মোদীর ‘সংরক্ষণ কেড়ে নেওয়ার প্রচারের’ জবাবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত কর্পূরী ঠাকুরের পদক্ষেপকেও অস্বীকার করছে বিজেপি। অথচ কর্পূরী ঠাকুরকে ‘ভারতরত্ন’ দিয়েছে তাদেরই সরকার। অর্থনৈতিক পশ্চাদপদতার জন্য সংরক্ষনের আওতায় আনা হয়েছিল বিভিন্ন অংশকে চিহ্নিত করে। সে সময়ে এর মধ্যে ছিল মুসলিমদের বিভিন্ন অংশ। কিন্ত মুসলিম হিসেবে নয়। সামাজিক এবং আর্থিক পশ্চাতপদতা কাটাতে সদর্থক ভূমিকা নেওয়ার জন্য।’’
দ্বারভাঙার প্রচারেও মোদী বলেছেন যে ‘ইন্ডিয়া’ মঞ্চ মুসলিমদের সংরক্ষণ দিয়ে আদিবাসী, দলিত এবং ওবিসি-দের অধিকার কেড়ে নিতে চায়। তেজস্বী বলেছেন, ‘‘আসলে নরেন্দ্র মোদী এবং তাঁর দল সংরক্ষণের বিরোধী। উনি সংরক্ষণের সুবিধা দিতে চাইলে সরকারের বিভিন্ন শাখা বা সরকারি সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে নামতেন না। বেসরকারি হাতে যাওয়া মানে সংরক্ষণের অধিকার কেড়ে নেওয়া।’’
মোদীর উদ্দেশ্যে তেজস্বীর প্রশ্ন, ‘‘কতজনকে কাজ দিয়েছেন বলছেন না কেন। দশ বছর সরকার চালিয়েছেন কোন এলাকায় তাঁর সরকারের উন্নয়নের ছোঁয়া লেগেছে এখানে এসে বললেন না কেন। আসলে উনি সে কাজ করেননি। তাই অকাজের প্রচার করছেন। আর আমরা সংবিধান বাঁচাতে, মানুষের সাংবিধানিক অধিকার বাঁচাতে লড়াই করছি।’’
MODI TEJASWI
‘কাজের কথা বলেন না মোদী’, কড়া জবাবে তেজস্বী
×
Comments :0