Moscow Killing

মস্কোর হত্যাকাণ্ডে চুক্তি সাড়ে ৪ লক্ষ টাকার!

আন্তর্জাতিক

চুক্তি ছিল প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার। মিলেছে অর্ধেক। চুক্তি ছিল রক গানের অনুষ্ঠানে গুলি চালানোর। 
রাশিয়ার ক্রোকাস হলে হামলাকারীদের এমনই স্বীকারোক্তি আদালতে বয়ান করেছে সুরক্ষা বাহিনী। এক ধৃত জানিয়েছে  ৫৪২৫ ডলারের চুক্তি হয়। 
২৩ মার্চ মস্কোর ওই হলে হামলার জেরে নিহত ১৩৩। চারজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তার মধ্যে তিনজন দোষ স্বীকার করেছে বলে জানিয়ে ভ্লাদিমির পুতিনের প্রশাসন। 
সোমবার ধৃতদের তোলা হয় ব্যস্মানি জেলা আদালতে। ২২ মার্চ পর্যন্ত হেপাজত দেওয়া হয়েছে অভিযুক্তদের। দলেরঝন মির্জয়েভ, সাইদাক্রমি রচাবালিযোদা, মুখমমাদ সাবির ফাইজোভ, শামসিদিন ফারিদিনি - ধৃত সবার বয়স ১৯ থেকে ৩০।
হামলার দায় নিয়েছে সন্ত্রাসবাদী সংগঠন আইসিস। দক্ষিণ মধ্য এশিয়ায় খোরাসান শাখার কাজ বলে দাবি করছে আইসিস। জানা গিয়েছে ধৃত সকলেই তাজিকিস্তানের বাসিন্দা। 
তবে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন দাবি করেছিলেন যে ধৃতদের আটকানো হয় ইউক্রেনে যাওয়ার পথে। 
ক্রোকাস হলে অনুষ্ঠান করছিল পিকনিক ব্যান্ড। ভরা হলে টানা গুলি চালায় কয়েকজন। রাশিয়া বলেছে, সন্ত্রাসবাদীদের এই হামলা গত কয়েক বছরে সবচেয়ে ভয়াবহ।

Comments :0

Login to leave a comment