দুর্নীতির পঞ্চায়েতের আমলে গ্রামে নেই কাজ। রাজ্যে শিল্প না থাকায় কাজ নেই রাজ্যের কোথাও। বাধ্য হয়ে গ্রাম ছেড়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজে যেতে হচ্ছে জেলার মানুষকে। সেখানেও নেই নিরাপত্তা। নেই কাজের নিশ্চয়তা। দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু হলে নেই কোন ক্ষতিপূরণ, আইনি সহায়তা। রাজ্যে দরকার পরিযায়ী শ্রমিকদের জন্য ওয়েলফেয়ার বোর্ড , কার্যকরত করতে হবে মাইগ্রান্ট ওয়ার্কার্স অ্যাক্ট ১৯৭৯, রাজ্যের বাইরে বাংলার প্রতিটি পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তার ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে। এই সব দাবি নিয়ে মুর্শিদাবাদে ডিএম অফিস অভিযান করল ওয়েস্ট বেঙ্গল মাইগ্রান্ট ওয়ার্কার্স ইউনিয়নের মুর্শিদাবাদ জেলা কমিটি।
এদিন বহরমপুরে সিআইটিইউ অফিস থেকে শুরু হয় শ্রমিকদের মিছিল। রানীবাগান মোড়, গির্জার মোড় হয়ে পুরোনো কালেক্টরেট মোড়ে এলে মিছিল আটকায় পুলিশ। পরিযায়ী শ্রমিকদের জেলা প্রশাসনিক ভবন অবধি যেতে দিতে নারাজ ছিলেন পুলিশ কর্তারা। রাস্তাতেই বসে পড়েন নেতারা। পরে ডিআইসিও অফিসের পাশে হয় বিক্ষোভ সভা। সভায় বক্তব্য রাখেন কামাল হোসেন, মহম্মদ নিজামুদ্দিন, প্রণব বিশ্বাস। এদিন একটি প্রতিনিধিদল জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দেয়। ইউনিয়নের পক্ষ থেকে দাবি জানানো হয়, রাজ্যের বাইরে কর্মরত অবস্থায় পরিযায়ী শ্রমিকের মৃত্যু হলে দেহ আনার দায়িত্ব রাজ্য সরকারকে সম্পূর্ণভাবে নিতে হবে। এবং পরিবার কে ১০ লক্ষ টাকা ক্ষতি পূরণ দিতে হবে।
Comments :0