ভারতের তারকা লং জাম্পার মুরলি শ্রীশঙ্কর পর্তুগালের মাইয়া সিডাডে ডো ডেসপোর্তো অ্যাথলেটিক্স মিটের শীর্ষে শেষ করলেন। শনিবার গভীর রাতে ( রবিবার ) পর্তুগালের মাইয়াতে বিশ্ব এথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুরের ব্রোঞ্জ লেভেল মিট ছিল। এই প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ৭.৭৫ মিটারের জাম্পে রেকর্ড গড়েন এশিয়ান গেমসের রুপোর পদকজয়ী তারকা। ৭.৬৩মিটার জাম্প দিয়ে শুরু করার পর দ্বিতীয় রাউন্ডে ৭.৬৯ এবং ৭.৭৫ মিটারের জাম্প দেন। তার প্রতিপক্ষ পোল্যান্ডের পিওটর তারকোওস্কিও একই ৭.৭৫মিটারের জাম্পে সমতায় ফেরেন। ফলে এই দুই খেলোয়াড়ের মধ্যে টাই হয়ে যায়। বিশ্ব এথলেটিক্সের নিয়মানুযায়ী এক্ষেত্রে দুই খেলোয়াড়ের মধ্যেকার দ্বিতীয় লিগ্যাল জাম্পের উচ্চতাকেই টাই ব্রেকার হিসেবে গণ্য করা হবে। দ্বিতীয় লিগাল জাম্পে যেখানে শ্রীশঙ্কর ৭.৭৫মিটার জাম্প করেছিলেন । তারকোওস্কি সেখানে ৭.৫৮মিটার জাম্প করেছিলেন। ফলে জয় পেলেন শ্রীশঙ্করই।
বছর ২৬-র এই অ্যাথলিটের জন্ম কেরালার পালাক্কারে। ২০১৮তে ৭.৯৯ মিটারের জাম্পে পাতিয়ালায় ফেডারেশন কাপে অভিষেক ঘটেছিল তার। অ্যাপেন্ডিক্স অস্ত্রোপচারের পর ২০১৮তেই এশিয়ান জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় জাম্প করেন ৭.৪৭মিটারের। সেই প্রতিযোগিতায় যেতেন ব্রোঞ্জ পদক। সেবছর সেপ্টেম্বরে ভুবনেশ্বরে ন্যাশনাল ওপেন অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় জাতীয় রেকর্ড গড়েন ৮.২০ মিটারের জাম্পে।
Comments :0