২০০৬ মুম্বাই ট্রেন বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত ১২জনকে বেকসুর খালাস করলো বোম্বে হাইকোর্ট। বিচারপতি অনিল কিলোক এবং বিচারপতি শ্যাম চন্দকের বেঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে তদন্তকারি সংস্থা অভিযুক্তদের বিরুদ্ধে যাথযত প্রমাণ পেশ করতে পারেনি। ২০১৫ সালে নিম্ন আদালত ১২ অভিযুক্তের মধ্যে পাঁচজনকে মৃত্যুদন্ডের সাজা দেয়, বাকিদের আজীবন কারাদন্ড।
আদালত এদিনের শুনানিতে বলে, ‘‘অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন মামলাকারীরা। এটা বিশ্বাস করা কঠিন যে, অভিযুক্তেরা অপরাধ করেছেন। তাই, তাদের দোষী সাব্যস্তের যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে।’’
২০০৬ সালের ১১ জুলাই ১১ মিনিটের মধ্যে মুম্বইয়ের বেশ কয়েকটি লোকাল ট্রেনে বিস্ফোরণের ঘটনা ঘটে। ১৮৯ জনের মৃত্যু হয়। ৮০০-র বেশি মানুষ আহত হন। সন্ধ্যার দিকে ঘটে এই ঘটনা।
Mumbai
মুম্বাইয়ের ট্রেন বিস্ফোরণের ঘটনায় অভিযুক্তদের বেকসুর খালাস

×
Comments :0