POETRY / SWARNENDHU DAS / RATHER CHAKA / MUKTADHARA / 18 JULY 2025 / 3rd YEAR

কবিতা / স্বর্নেন্দ্দু দাস / রথের চাকা / মুক্তধারা / ১৮ জুলাই ২০২৫ / বর্ষ ৩

সাহিত্যের পাতা

POETRY  SWARNENDHU DAS  RATHER CHAKA  MUKTADHARA  18 JULY 2025  3rd YEAR

কবিতা  

মুক্তধারা  

রথের চাকা 
 

স্বর্নেন্দ্দু দাস

নতুন বন্ধু

২৭ জুন ২০২৫ / বর্ষ ৩ 
 
 


ঘরঘর ঘরঘর ঘুরে চলে রথের চাকাটা,
রথের দড়িটা টেনে নিয়ে চলে মানব সভ্যতা।
কুড়মুড় করে খাওয়া ভাজা পাপড়ের স্বাদ
সভ্যতার চাকা এগিয়ে নিয়ে চলে মনুষ্যজাত।
বিজ্ঞান দিয়ে মনুষ্য উঠেছে আজ উচ্চতর শিখরে-
রথের চাকা যে আজ সমগ্র পৃথিবীতে ঘোরে।
সময়ের প্রতীক সে যে ঘূর্ণয়মান চাকা
ভূত-ভবিষ্যত-বর্তমানে এযে সময়ের চাকা
রথের দড়িকে টেনে অগ্রসর হয়ে,
সমাজ উত্তীর্ণ হবে অধুনা জীবনে।
                                         

নবম শ্রেণী,  কল্যাণ নগর বিদ্যাপীঠ খড়দহ 
রহড়া উত্তর ২৪ পরগনা

Comments :0

Login to leave a comment