Dinhata

পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা সহ একাধিক দাবিতে ডেপুটেশন দিনহাটায়

জেলা

ভিন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে সোচ্চার হবার পাশাপাশি এই পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করা, রাজ্যের মধ্যেই তাদের কাজের বন্দোবস্ত করা সহ ৭ দফা দাবিতে সোমবার দিনহাটা শহরে মিছিল ও দিনহাটা মহকুমা শাসককে ডেপুটেশন দিল সিআইটিইউ অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল মাইগ্রান্ট ওয়ার্কার্স ইউনিয়ন।
এদিন দিনহাটা রংপুর রোডে অবস্থিত সিআইটিইউ দপ্তরের সামনে থেকে এই মিছিল শুরু হয়ে দিনহাটা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে সমবেত হয় দিনহাটা মহকুমা শাসকের দপ্তরের সামনে। এখানে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে শামিল হন তারা। এদিনের এই কর্মসূচির নেতৃত্ব দেন ওয়েস্ট বেঙ্গল মাইগ্রান্ট ওয়ার্কার্স ইউনিয়নের কোচবিহার জেলা সম্পাদক সুবোধ চক্রবর্তী, সিআইটিইউ কোচবিহার জেলা সভাপতি প্রবীর পাল, শ্রমিক নেতা অমল রায়, তাপস চৌধুরী, জোবেদ আলি, কৌশিক রায়, অভিনব রায় প্রমুখ।
এদিন নেতৃত্বরা বলেন, দীর্ঘদিন যাবত পশ্চিমবঙ্গে বন্ধ রয়েছে রেগার কাজ। এর পাশাপাশি কোচবিহার জেলা সহ গোটা রাজ্যে শিল্প কলকারখানা না থাকার কারণে কর্মসংস্থানের সুযোগ নেই। তাই প্রতিনিয়ত এই কোচবিহার জেলা সহ রাজ্যের একাধিক জেলা থেকে নিম্ন মধ্যবিত্ত শ্রমজীবি ও প্রান্তিক মানুষেরা ভিনরাজ্যে কাজের সন্ধানে গিয়ে পরিযায়ী শ্রমিকে পরিণত হচ্ছেন। বর্তমান সময়ে বেশ কিছু রাজ্যে এই পরিযায়ী শ্রমিকরা বাংলা ভাষায় কথা বললে তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। ভারতীয় নাগরিকত্বের বিভিন্ন নথি থাকা সত্ত্বেও প্রশাসন ও পুলিশের হয়রানি শিকার হচ্ছেন তারা। প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছেন এই পরিযায়ী শ্রমিকেরা এমনকি তাদের ওপর নেমে আসছে শারীরিক নির্যাতনও। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাই আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তারা।
১৯৭৯ সালের মাইগ্রান্ট ওয়ার্কার অ্যাক্ট অবিলম্বে লাগু করা, পরিযায়ী শ্রমিকদের সামাজিক সুরক্ষা সুনিশ্চিতিকরণ, প্রতিটি রাজ্যে পরিযায়ী শ্রমিকদের সাহায্যার্থে রাজ্য সরকারকে মিশন অফিস চালু করা, পরিযায়ী শ্রমিকদের নূন্যতম ২৬ হাজার টাকা মাসিক মজুরি কার্যকরী করা,  প্রতিটি পরিযায়ী শ্রমিককে সরকারি পরিচয় পত্র দেওয়া, রেগার কাজ অবিলম্বে চালু করে ন্যূনতম দৈনিক মজুরি ৬০০টাকা সুনিশ্চিত করার দাবি যদিও এদিন উত্থাপন করা হয় বলে এদিন জানান নেতৃত্বরা।

Comments :0

Login to leave a comment