বামপন্থী চিন্তাবিদ, সংগঠক, প্রাবন্ধিক আজিজুল হক প্রয়াত হয়েছেন। আজিজুল হক অবিভক্ত কমিউনিস্ট পার্টিতে যোগ দেন ১৯৫৯ সালে। খাদ্য আন্দোলনের তরঙ্গায়িত পর্বে বামপন্থী আন্দোলনের যুক্ত হন তিনি। পরে নকশালপন্থী আন্দোলনের অন্যতম নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ছিলেন আজিজুল হক। জীবনের দীর্ঘ পর্বে, শেষ প্রায় দু’দশক, সিপিআই(এম)’র সঙ্গে গভীর যোগাযোগ রেখেছেন তিনি। বামমনস্ক বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়েছেন। তাঁর প্রয়াণে গভীর শোক জানিয়েছেন বামফ্রন্টের সভাপতি বিমান বসু।
জীবনের গুরুত্বপূর্ণ পর্বে থেকেছেন জেলে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন।
প্রাবন্ধিক আজিজুল হকেরও গভীর প্রভাব রয়েছে বাংলার পাঠকদের মধ্যে। রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে লিখেছেন বহু প্রবন্ধ। জীবনের শেষ দিন পর্যন্ত বামপন্থার পক্ষে দৃঢ় এবং সরব অবস্থান নিয়েছেন আজিজুল হক।
তাঁর প্রয়াণে গভীর শোক জানিয়েছে বিভিন্ন বামপন্থী সংগঠন ও ব্যক্তিবর্গ।
Ajijull Haque
বামপন্থী সংগঠক, প্রাবন্ধিক আজিজুল হক প্রয়াত

×
Comments :0