Bhupatinagar NIA attacked

ভূপতিনগরে এনআইএ-র ওপর হামলা

জেলা

কনভয়ের একটি গাড়ি।

রাম শঙ্কর চক্রবর্তী 

এবার ভূপাতিনগরে এনআইএ আধিকারিকদের ওপর হামলার অভিযোগ উঠল। শনিবার পূর্ব মেদিনীপুরের ভূপতি নগরে বোমা বিস্ফোরণের তদন্তে যায় জাতীয় তদন্ত সংস্থা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে বলাই মাইতি এবং মনোব্রত জানা নামে দুজনের খোঁজ করছিল তদন্তকারীরা। দুজনেই স্থানীয় তৃণমূল নেতা। 
এদের খোঁজে যাওয়ার পথে একদল গাড়িতে পাথর ছোঁড়ে। এর আগে সন্দেশখালিতে আক্রান্ত হয় ইডি।
২০২২ সালে বোমা বিস্ফোরণ হয় তৃণমূল নেতা রাজকুমার মান্নার বাড়িতে। তিনজন নিহত হন। এরা সকলেই তৃণমূল কর্মী বলে জানা গিয়েছে। পুলিশ এফআইআর দায়ের করলেও বিস্ফোরক আইনের ধারা যোগ করা হয়নি।

জানা গেছে, এদিন সকালে ভূপতিনগরে পৌঁছালে ভূপতিনগর বাস স্ট্যান্ডের কাছে তদন্তকারী সংস্থার গাড়ি ওপর চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা। ছোঁড়া হয় ইটপাটকেল। তাতে আহত হন এন আই এ'র দুজন আধিকারিক। 
এরপরে ওই দুই তৃণমূল নেতাকে আটক করে এলাকা ছেড়ে বেরিয়ে যায় তদন্তকারী সংস্থা। হামলার অভিযোগ জানায় ভূপতিনগর থানায়। 

Comments :0

Login to leave a comment