একই নামের ১৭৮ জন মানুষের বৃহত্তম সমাবেশ গড়ে গিনেস বুক ওফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলল জাপান। হিরোকাজু তানাকা নামে ১৭৮ জন লোক সপ্তাহান্তে টোকিওর শিবুয়া জেলার এক অডিটোরিয়ামে জমায়েত করে এই নয়া রেকর্ড গড়েছে। এর আগে ২০০৫ সালে এই রেকর্ড গড়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে মার্থা স্টুয়ার্টস নামে ১৬৪ জন একত্রিত হয়েছিল।
টোকিওর এক কর্পোরেট কর্মী হিরোকাজু তানাকা এই সমাবেশের আয়োজন করেছিল।
Guinness Book Records
একই নামের ১৭৮ জনের সমাবেশ করে গিনেস বুকে রেকর্ড গড়ল জাপান

×
মন্তব্যসমূহ :0