NITISH CONFIDENCE MOTION

কক্ষত্যাগ বিরোধীদের, নীতীশ জয়ী আস্থা ভোটে

জাতীয়

ছবি সংগ্রহ থেকে।

কক্ষ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন বিরোধীরা। বিহার বিধানসভায় আস্থা ভোটে জয়ী হলেন নীতীশ কুমার। ১৩০ বিধায়কের সমর্থন পেয়েছেন ২৪৩ সদস্যের বিধানসভায়। 
বিতর্কে অংশ নিয়ে আরজেডি নেতা এবং সদ্য প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বলেছেন, বিরোধী আসনে বসতে কোনও আপত্তি নেই। চ্যালেঞ্জ করছি, আমাদের মতো কাজ করে দেখান। 
দু’সপ্তাহ আগে ‘মহাগটবন্ধন’ ছেড়ে ফের বিজেপি’র সঙ্গে হাত মিলিয়েছেন জেডি(ইউ) নেতা নীতীশ কুমার। তবে বিজেপি’কে নিয়ে তৈরি সরকারের বিধায়কের সংখ্যায় সামান্যই এগিয়ে তিনি। 
ঘন ঘন দিক বদলাতে অভ্যস্ত নীতীশ। তা নিয়ে প্রশ্ন তুলতে ছাড়েননি তেজস্বী। তাঁর মন্তব্য, সারা দেশকে গ্যারান্টি দিচ্ছেন নরেন্দ্র মোদী। নীতীশ কুমার ফের দিক বদলাবেন না, এমন গ্যারান্টি কি দিতে পারেন তিনি? 
ভোটের আগে বিধানসভার অধ্যক্ষ অয়ধ বিহারী চৌধুরীর বিপক্ষে আনা অনাস্থা প্রস্তাব পাশ হয়।

Comments :0

Login to leave a comment