Md Salim JALANGI

ভোট লুট হতে দেব না: জলঙ্গির লড়াকু সমাবেশে সেলিম (ভিডিও)

রাজ্য লোকসভা ২০২৪

জলঙ্গীর বাগমারা স্কুল ময়দানে মহম্মদ সেলিম।

অনিন্দ্য হাজরা: জলঙ্গি
স্কুলে স্কুলে শিক্ষক নেই, ডাক্তার নেই, পুলিশ নেই, হাজার হাজার পদ ফাঁকা। কেন্দ্র বা রাজ্য, কোনও সরকারই কাজ দেয় না। ভোটে তার জবাব দিতে হবে। সব মানুষের হয়ে লড়তে হবে। এই নির্বাচনে কোনও ভোট লুট হতে দেব না। সকাল সকাল ভোট দেবেন। দশ-বারো বছর পর ভোট দেবেন বহু মানুষ। কমিশনকে বলেছি- অবাধ ভোট করাতে হবে।
জলঙ্গির সমাবেশে এভাবেই লড়াইয়ের বার্তা দিয়েছেন মুর্শিদাবাদ কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী মহম্মদ সেলিম। এখানেই বক্তব্য রেখেছেন যুবনেত্রী মীনাক্ষী মুখার্জিও। 
এদিন জলঙ্গির বিস্তীর্ণ অঞ্চল আটকে পড়েছে সমাবেশে। টোটোর মিছিল, বাইক আর ডিজে নিয়ে উৎসবের মেজাজে জলঙ্গীর বাগমারা স্কুল ময়দান রেকর্ড ভাঙা সমাবেশ দেখল বুধবার। কৃষ্ণনগর থেকে বাসে আসার পথে দেখা গিয়েছে সমাবেশ স্থলের কয়েক কিলোমিটার আগে পর্যন্ত মুড়ে গিয়েছে লাল পতাকায়। বাসেও যাত্রীরা একজন অন্যজনকে বলছেন আজ সমাবেশ মহম্মদ সেলিমের। দেওয়াল লেখায় মুখ্যত সিপিআই(এম) আর তৃণমূল। বিজেপি’র দেওয়াল অন্তত খুব বেশি চোখে পড়ছে না।


লড়াইয়ের মেজাজেই সেলিম বলেছেন, ‘‘২০২৬-এ ফাইনাল। এটি সেমিফাইনাল। এই জেলায় আরও সড়ক সংযোগ প্রয়োজন। মা বোনেদের সম্মান ফেরাতে হবে। ঝান্ডা তৃণমূলের লাগাচ্ছে, কিন্তু মনে সেলিম।’’
তিনি বলেছেন, ‘‘কোনও উস্কানি বরদাস্ত হবে না। মমতা ব্যানার্জি ভয় পেয়েছে। আরএসএস'র পায়রা তিনি। আমরা বাজপাখি। ভয় পেয়ে উনি সত্যি বলে ফেলেছেন। ভগবানগোলায় উস্কানি দিয়ে আমাদের অফিসে আগুন লাগিয়েছিলেন। সেটাকে ফের চালু করেছি আমরা।’’
সেলিমের আহ্বান, ‘‘গ্রামে গ্রামে পাহারা দিন। কোনো ভোট ভাগ করা যাবে না। বিজেপি-কে দিয়ে হবে না। ২০১৬-র পরে অভিষেকের সম্পত্তি লাফিয়ে বেড়েছে। বিজেপি আটকাতে পারল না কেন? সব মানুষের হক আদায় করার লড়াই লড়তে হবে। লক্ষ্মীর ভান্ডার ট্যাক্সের টাকায় দেওয়া হচ্ছে। নিজের পকেটের টাকা কেউ দিচ্ছে না।’’ 
তিনি বলেছেন, ‘‘প্রত্যেকে ১০ জনের কাছে যান, প্রচার করুন। এই জেলা বাংলার ভবিষ্যৎ ঠিক করবে। বাংলায় নতুন সমীকরণ তৈরি হবে। অধীর রঞ্জন চৌধুরীকেও জেতাতে হবে। জঙ্গিপুরেও জিততে হবে। জমায়েতে ভোট হয় না। ভোট হয় বুথে। লুট যেন না হয়। বাহিনী তৈরি করুন।’’ 
এদিনই সমাবেশে তৃণমূল ছেড়ে সিপিআই(এম)-র হয়ে প্রচারের অঙ্গীকার করেন দেবীপুর পঞ্চায়েতের ৮৭ নম্বর বুথের অনেকে।
সমাবেশে বক্তব্য রাখেন কংগ্রেস নেতা শিলাদিত্য হালদার, সিপিআই(এম) মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক জামির মোল্লা। সভা শেষে প্রোজেক্টর মেশিনের মাধ্যমে সংসদে মহম্মদ সেলিমের বক্তব্যের ক্লিপিংস দেখানো হয়।

সমাবেশে ছিলেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য সুদীপ সেনগুপ্ত এবং অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। 

Comments :0

Login to leave a comment