Bangladesh Election

পুরোনো ব্যালট পদ্ধতিতে ফিরে যাচ্ছে বাংলাদেশ

আন্তর্জাতিক

পুরোনো ব্যালট পেপারে ফিরে যেতে চলেছে প্রতিবেশি বাংলাদেশ। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বাতিল করে, বাংলাদেশ নির্বাচন কমিশন (Bangladesh Election Commission) আগামী ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয়া সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার বাংলাদেশের নির্বাচন কমিশন জানিয়েছে, ব্যালট পেপার এবং স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করে ৩০০টি সংসদীয় আসনে পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে তারা। যদিও, ইভিএম বাতিলের কোনো কারণ জানায়নি কমিশন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)সহ বিরোধীরা সরকারের বিরুদ্ধে ইভিএমের অপব্যবহারের অভিযোগ আনায় শেখ হাসিনা সরকার 'বিশ্বাসযোগ্যতা' অর্জন করতে চায় বলে মনে করা হচ্ছে। 

এখানে লক্ষণীয় যে, বাংলাদেশে সব নির্বাচনী এলাকায় ইভিএম ব্যবহার করা হয় না। সেখানকার গণমাধ্যমের খবর অনুযায়ী, অন্তত দেড়শটি আসনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছিল কমিশন। বিশ্লেষকদের মতে, ভোটের জন্য পুরনো ব্যালট পেপার পদ্ধতিতে ফিরে যাওয়ার বাংলাদেশের সিদ্ধান্ত ভারতে ইভিএম বাতিলের দাবিকে আবার জাগিয়ে তুলতে পারে। কংগ্রেস সহ বেশিরভাগ বিরোধী দল ভোটের জন্য ইভিএমের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইতিমধ্যেই।

Comments :0

Login to leave a comment