শনিবার চেন্নাইনের সাথে অ্যাওয়ে ম্যাচে নামবে ইস্টবেঙ্গল। শুক্রবার চেন্নাই উড়ে যাওয়ার আগে বৃহস্পতিবার যুবভারতীর প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন কোচ অস্কার ব্রুজন ও জিকসন।
নর্থইস্ট- র মতো দলকে হারিয়ে আত্মবিশ্বাসে ফুটছে গোটা দল। সেই আত্মবিশ্বাসের ছাপ দেখা গেল অস্কারের শরীরী ভাষাতেই। তিনি জানালেন 'আমার মনে হয় খুব কঠিন ম্যাচ হবে, বিপক্ষ শারীরিকভাবে খুবই শক্তিশালী। তবে আমরাও আমাদের ভালো খেলা বজায় রাখতে চাই।’
বিপক্ষ দল সম্পর্কে সবরকম হোমওয়ার্ক আগেই সেরে রেখেছেন কোচ। তিনি বললেন, 'মোহনবাগানের বিরুদ্ধে আমরা চেন্নাইয়ের খেলা দেখেছি, ওদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে আমি খুব ভালোভাবেই অবগত।’ কার্ড সমস্যায় জর্জরিত লাল হলুদ। তবে প্ল্যান-বি তৈরি রাখবেন অস্কার। এ বিষয়ে তাঁর বক্তব্য ' খেলার মধ্যে অনেক ক্ষেত্রেই বাধ্য হয়ে ফাউল করতে হয়। তবে আমার মনে হয় বাড়তি কোনো কার্ড দেখবেন না খেলোয়াড়রা।’ বৃহস্পতিবারের অনুশীলনে দেখা মেলেনি হিজাজীর। শনিবার তিনি খেলবেন
East Bengal
জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য অস্কারের
×
Comments :0