POETRY | AML KAR | SAFDAR HASHMI | MUKTADHARA | 2025 MARCH 12

কবিতা | অমল কর | সময় এখন যেমন ( সফদার হাসমিকে মনে রেখে) | মুক্তধারা | ২০২৫ এপ্রিল ১২

সাহিত্যের পাতা

POETRY  AML KAR  SAFDAR HASHMI  MUKTADHARA  2025 MARCH 12

কবিতা | মুক্তধারা

সময় এখন যেমন
(সফদার হাসমিকে মনে রেখে)
অমল কর

চুরি লুট পাচার হনন ধর্ষণ রুরুদৈত্যে
মাৎস্যন্যায় আর অরাজকতায়
ক্ষমতাভোগের মধুপাত্রের মধ্যে 
নিজের প্রমত্ত ডানা বিছিয়ে 
বেশ ফুটফুটে কেরামতি খেলে
নির্বিকল্প চাতুরীর চাণক্য শাসন
রচনা করে আত্মতুষ্টির চিররাত
আত্মম্ভর ঝোপের বাঘ হয়ে ধর্ম 
আর ভল্ল উঁচিয়ে বিভাজনের হালুমে
অক্টোপাসের মতো শুষে খাচ্ছ চৈতন্য

যখন মানুষ আর জীবন কেঁদে ওঠে 
প্রবল লড়াইদার তুমি হাসমি সফদার
ভেঙেছ সময় ভেঙেছ প্রচল আর জলস্রোত 
জীবন চিনে জীবনের নানা অভিধায়
প্রাণশক্তির প্রাচুর্যতায় অবলীলায় 
পেরিয়েছ বহু ঊর্মি -ঘূর্ণি নোনা বাতাস

আজ বন্ধ্যা সময়ে সুপ্ত মূমূর্ষূ মানুষকে 
প্রতিবাদ প্রতিরোধ প্রতিস্পর্ধায় জীবনের টানে
ভিসুভিয়াস ফুজিয়ামা ক্রাকাতোয়ার মতো
জাগাও জাগিয়ে তোলো মুক্তির ভায়োলিনে

Comments :0

Login to leave a comment