AIDWA JALPAIGURI

জনগণের পঞ্চায়েত গড়ার
লড়াইয়ে এগিয়ে মহিলারা

জেলা

AIDWA JALPAIGURI জলপাইগুড়ি শহরে মিছিল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি।

লুটেরাদের হটিয়ে জনগণের পঞ্চায়েত গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন মহিলারা। পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতিতে উদ্যোগ আরও তীক্ষ্ণ করবে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। সংগঠনের জলপাইগুড়ি জেলা কনভেনশনে এই লক্ষ্য জানিয়েছেন নেতৃত্ব।

রবিবার কনভেনশনে বক্তব্য রাখেন মহিলা নেত্রী রমা দাশগুপ্ত, মহিলা সমিতির জলপাইগুড়ি জেলা সম্পাদিকা রীনা সরকার, সভাপতিত্ব করেন জেলা সভাপতি মমতা রায়। কনভেনশনে বামপন্থী আন্দোলনে মহিলাদের গুরুত্বপূর্ণ অংশগ্রহণের কথা স্মরণ করিয়েছেন সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা সম্পাদক সলিল আচার্য।

শিক্ষক আন্দোলনের নেতা বিপ্লব ঝা বলেছেন, শিক্ষক কর্মচারীদের ধর্মঘটে মহিলারা অসাধারণ ভূমিকা নিয়েছেন। পঞ্চায়েতেও মহিলাদের ভূমিকা জরুরি। 

রীনা সরকার বলেন, তৃণমূল জমানায় গ্রামেগঞ্জে মহিলাদের সম্মান ভুলন্ঠিত হয়েছে। চা বাগান, শ্রমিক মহল্লা, কৃষি এলাকায় বহু নারী, কেউ কাজের খোঁজে ভিন রাজ্যে বা ভিন দেশে কি আবার কেউ স্থানীয় দালাল চক্রের মাধ্যমে পাচার হয়ে হারিয়ে গিয়েছেন। এই প্রবণতা ঠেকাতে হবে।

তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনে গ্রামে গ্রামে মানুষের পঞ্চায়েত গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণের লক্ষ্যে কাজ করবেন মহিলারা।  কনভেনশন শেষে আবাধ শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচনের দাবিতে শহরে মিছিল হয়। মিছিল শেষে জোড়া আত্মহত্যার ঘটনায় প্ররোচনাকারীদের অবিলম্বে গ্রেপ্তারির দাবিতে কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ দেখান তাঁরা। জলপাইগুড়িতে ওই আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ থাকলেও ধরা হচ্ছে না তৃণমূলের নেতাদের। 

Comments :0

Login to leave a comment