POETRY / DIPABALI — APURBA KOLEY / TULO BIZ / MUKTADHARA / 24 OCTOBER 2025 / 3rd YEAR

কবিতা / অপূর্ব কোলে / তুলোবীজ / মুক্তধারা / ২৪ অক্টোবর ২০২৫, বর্ষ ৩

সাহিত্যের পাতা

POETRY  DIPABALI  APURBA KOLEY  TULO BIZ  MUKTADHARA  24 OCTOBER 2025  3rd YEAR

মুক্তধারা

কবিতা

তুলোবীজ 

-------------------------
অপূর্ব কোলে
-------------------------

২৪ অক্টোবর ২০২৫, বর্ষ ৩
 

এক ক্ষমতা ধ্বংসের জন্য মানুষ জোট বাঁধে।
সেই জোট থেকে নতুন এক ক্ষমতা জন্মায়
সেই ক্ষমতার দাঁত চোখ নখ ক্রমে ক্রমে 
                                                     শ্বাপদ...
মানুষ আবার জোট বাঁধে
আবার নতুন ক্ষমতার জন্ম হয়।

এই প্রক্রিয়া চলতে থাকে
                       চলতেই থাকে
                              চলতেই থাকবে...

খাদের কিনারে পৌঁছে একদিন 
মানুষ দেখে তুলোবীজ উড়ছে হাওয়ায়...

Comments :0

Login to leave a comment