USA Ukraine

ইউক্রেনকে সামরিক সহায়তা স্থগিত করল আমেরিকা

আন্তর্জাতিক

ইউক্রেনের সামরিক সহায়তা স্থগিত করার ঘোষণা করল আমেরিকা। হোয়াইট হাউসে ইউক্রেনের রাষ্ট্রপতি ভোলোদমির জেলেনস্কির সঙ্গে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য বাদানুবাদের পর এই সিদ্ধান্ত।
ট্রাম্প প্রশাসনের এক আধিকারিক সংবাদমাধ্যমে বলেছেন যে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের শান্তি চুক্তি সম্পাদনে আগ্রহী রাষ্ট্রপতি। জেলেনস্কিকে সে কথা বোঝাতেই চেয়েছেন। তাই এই সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা।
শান্তি চুক্তির কথা মুখে বলা হলেও বাস্তবে ইউক্রেনের বিপুল খনিজ ভাণ্ডারের মালিকান নিজের হাতে তুলে নিতে উদ্যত আমেরিকা। সেই মর্মে চুক্তিও হওয়ার কথা ছিল ট্রাম্প এবং জেলেনস্কির। খনিজ ভাণ্ডারের মালিকানা আদায়ের পরিবর্তে সামরিক সহায়তা জোগানোর শর্তই রেখেছিলেন ট্রাম্প। 
ট্রাম্পের সঙ্গে বিবাদের পরপরই ইউক্রেনকে আর্থিক সহায়তা জুগিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিতে শুরু করেছে ফ্রান্স, ব্রিটেনের মতো পশ্চিম ইউরোপের একাধিক দেশ। ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গেও আমেরিকার দ্বন্দ্ব বেড়েছে ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার পর। সাম্রাজ্যবাদী শিবিরের অন্তর্দ্বন্দ্ব নজরে রাখছে পর্যবেক্ষকদের বিভিন্ন অংশ। 
গত সপ্তাহে হোয়াইট হাউসে বৈঠকের মাঝে ট্রাম্প জেলেনস্কিকে বলেন যে তিনি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে বিশ্বকে ঠেলে দিচ্ছেন। ইউক্রেনের মানুষের জীবন বাজি রাখছেন। সহায়তা জুগিয়ে যাওয়া সত্ত্বেও আমেরিকার প্রতি কৃতজ্ঞ তিনি নন। জেলেনস্কিকেও চড়া সুরে বিবাদে জড়াতে দেখা যায় ট্রাম্প এবং আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্সের সঙ্গে। 
রাশিয়া বিভিন্ন সময়ে বলেছে যে সামরিক সংঘাতের প্রধান কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপের দেশগুলির যুদ্ধজোট ‘ন্যাটো’। পূর্ব ইউরোপে সম্প্রসারণের লক্ষ্যে রাশিয়াকে ঘিরতে চেয়েছে এই জোট। তার জন্যই মদত দেওয়া হচ্ছে ইউক্রেনকে। 
পর্যবেক্ষকদের বিভিন্ন অংশের মত, ইউক্রেনকে সংঘাতে নামিয়ে এখন পাশ থেকে সরে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছে আমেরিকা। বাস্তবে ইউক্রেনকে আরও কঠিন শর্ত মানতে বাধ্য করতে চাইছে ট্রাম্প প্রশাসন।   

Comments :0

Login to leave a comment