POETRY / DIPABALI — PRADIP KUMAR CHAKRABORTY / PARIBAR / MUKTADHARA / 22 OCTOBER 2025 / 3rd YEAR

কবিতা / দীপাবলি — প্রদীপ কুমার চক্রবর্তী / আলোয় আলো দীপালিকায় / মুক্তধারা / ২২ অক্টোবর ২০২৫, বর্ষ ৩

সাহিত্যের পাতা

POETRY  DIPABALI  PRADIP KUMAR CHAKRABORTY  PARIBAR  MUKTADHARA  22 OCTOBER 2025  3rd YEAR

মুক্তধারা

কবিতা

আলোয় আলো দীপালিকায় 

-------------------------
প্রদীপ কুমার চক্রবর্তী
-------------------------

১৭ অক্টোবর ২০২৫, বর্ষ ৩
 
 

দেখি যে দীপালিকা    আলোয় আলো মাখা
সুদূরে নীহারিকা       শোভিছে অম্বরে ,
হিমের  জটাজালে    দূর্বাফুলদলে 
কি জানি কোন ছলে   ভরিছে ঘরে ঘরে ।

শিশিরে মুখ  ঢাকি     চমকিত দুটি আঁখি 
কখন যে দেয় ফাঁকি  নম্র  অঙ্গনে ,
আঁধারে  হেমন্তিকা     নতজানু একা একা 
কোথাও যে  নেই ফাঁকা   জানে তা সব জনে ।

অগণন  শিউলি ফোটে   সুরভি ঝঞ্ঝা জোটে 
কেমনে হৃদয় লোটে      জেনেছে  হেমন্তিকা,
দীপিত আলোর মাঝে     নানা সুর সেথা বাজে
আলোতে আলোর কাজে   জাগে প্রহেলিকা।

হেমন্ত কাঙাল বড়ো        মনে দ্বিধা ঘোরতর
কেমনে ফিরাবে সুখ      যা ছিল  অন্তরে ,
প্রকৃতি করে উজাড়      আলো- প্রেম সারাৎসার 
দীপালিকা দুর্নিবার        সুক্ষ্ম প্রেম  মর্মরে ।

আলোর এ  মহোৎসবে    আঁধার বিনাশ  হবে
ঘরে ঘরে দীপ জ্বালি     জানাবে অভিবাদন,
কত পোকা আলোতে ধায়  মৃত্যুতেই সুখ পায় 
তবু নহে উদাসীন      প্রকৃতির এ লিখন ।

Comments :0

Login to leave a comment