SUJAN CHAKRABORTY PANSKURA

দুষ্কৃতীর ভাষায় হুমকি মানুষ মানছেন না: পাঁশকুড়ায় চক্রবর্তী

রাজ্য জেলা

SUJAN CHAKRABORTY PANSKURA পাঁশকুড়ায় সিপিআই(এম)’র ডাকে মহামিছিল।

দুষ্কৃতীদের ভাষায় হুমকি মানুষ মেনে নিচ্ছেন না। ‘তোমরা খেলা শুরু করেছ, আমি শেষ করব’- তৃণমূল নেতাদের এমন মন্তব্যে এ কথা বলেছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।

শনিবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের সন্ত্রাসের আঁতুড়ঘর মাইশরা অঞ্চলে মিছিল করে সিপিআই(এম)। শান্তি, গণতন্ত্র, এবং দ্রুত পঞ্চায়েত নির্বাচনের দাবিতে রাধাবল্লভপুর বাজার থেকে মাইশরা মোড় পর্যন্ত মহামিছিল হয়। সুজন চক্রবর্তীর সঙ্গে অংশ নেন সিপিআই(এম) পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক নিরঞ্জন সিহি সহ নেতৃবৃন্দ। কয়েকশো মানুষ পথ হেঁটেছেন মিছিলে। 

শুক্রবার রাতে শালবনির গড় শালবনি এলাকায় তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির কনভয় ঘিরে বিক্ষোভ হয়। ‘চোর চোর’ স্লোগান শোনা যায়। বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদাও। শনিবার পূর্ব মেদিনীপুরের খাদিকুল থেকে পাশের জেলায় শালবনিতে গিয়েছেন মুখ্যমন্ত্রী। 

ঘটনার পর অভিষেক ব্যানার্জি সংবাদমাধ্যমে বলেছেন, ‘খেলা তোমরা শুরু করেছ, শেষ করব আমি’। এমন মন্তব্যে খেদ জানান চক্রবর্তী। 

এদিন বহরমপুরে সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও কুড়মি সমস্যা নিয়ে সরকারের তরফে আলোচনার উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, ‘‘কুড়মিরা একসময় আদিবাসী হিসেবে স্বীকৃতি পেতেন। এখন সেই স্বীকৃতি দাবি করছেন। আবার আদিবাসী হিসেবে চিহ্নিত সাঁওতাল বা অন্যরা তার বিরোধিতা করছেন। তৃণমূল সরকার সমস্যা ফেলে রাখতে চাইছে। উচিত সংশ্লিষ্ট সব অংশের সঙ্গে আলোচনা করা।’’ 

শুক্রবারের ঘটনার পর তৃণমূলের একাধিক নেতার মুখে হুমকির ভাষা শোনা গিয়েছে। ঘটনার জন্য কে দায়ী তা নিয়ে পরস্পরবিরোধী মন্তব্যও শোনা যাচ্ছে। এ সম্পর্কে সংবাদমাধ্যমের প্রশ্নে চক্রবর্তী বলেন, ‘‘পুলিশ মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই। তিনি নিশ্চয় পুলিশকে তদন্ত করে দেখতে বলবেন কে দায়ী। তবে দুষ্কৃতীর ভাষায় কথা বলা চলে না। চোখ গরম করে কথা বলা মানুষ মেনে নিচ্ছেন বলে মনে হয় না।’’ 

চক্রবর্তীর সংযোজন, ‘‘বীরবাহাকে বলতে শোনা গিয়েছে যে কুড়মিরা বিক্ষোভের জন্য দায়ী। ভাইপো বলছেন বিজেপি দায়ী। পুলিশ তদন্ত করে দেখুক।’’ 

এদিন মিছিল প্রসঙ্গে চক্রবর্তী জানান যে গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত করার জন্য এই মিছিল। পঞ্চায়েত নির্বাচন করা এবং ভোটদানের অধিকার সুরক্ষিত রাখা দুইই প্রয়োজন। তিনি বলেন, ‘‘ আমাদের পার্টিকর্মী এবং সমর্থকদের আহ্বান ভোটদানের অধিকার সুরক্ষিত রাখতে দায়িত্ব নিন। শান্তিপূর্ণ পরিবেশের চেয়ে গুরুত্বের কিছু হয় না। দাপট দেখাতে গিয়ে মুখ বন্ধ করা চলে না। সেই চেষ্টা করলে ভুগতে হবে।’’

এদিন মিছিলে ছিলেন সিপিআই(এম) নেতা ইব্রাহিম আলি, মহাদেব মাইতি, নিতাই সান্নিগ্রাহী, সেক সাহাজুদ্দিন, নাজির হোসেন প্রমুখ।। এদিনই বোমা বিস্ফোরণের এলাকা এগরায় মিছিল করবে সিপিআই(এম)। 

এদিন সংবাদমাধ্যমে শালবনির ঘটনায় বিজেপি’র ভূমিকা অস্বীকার করার চেষ্টা করেছে দলের নেতা দিলীপ ঘোষ। অভিষেকের অভিযোগে তিনি বলেছেন, ‘‘কেউ এখন বলছেন ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া হয়েছে। কিন্তু সংবাদমাধ্যমে ‘চোর চোর’ স্লোগান শোনা গিয়েছে।’’

Comments :0

Login to leave a comment