SUJAN CHAKRABORTY

মনোনয়ন তোলাতে পুলিশ, কমিশনকে ধিক্কার চক্রবর্তীর

রাজ্য

মনোনয়ন তোলানোয় তৃণমূলের হয়ে সরাসরি কাজ করছে পুলিশ। এই ঘটনা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। দাসপুর, বড়ঞার মতো রাজ্যের বিভিন্ন এলাকায় মনোনয়ন তোলানোর ঘটনায় এই মর্মে ক্ষোভ জানিয়েছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। 

নির্বাচন কমিশনের উদ্দেশ্যে চক্রবর্তী বলেন, ‘‘আপনারা দেখতে পাচ্ছেন না? বিডিও দপ্তরে পুলিশের সামনে বিরোধীদের কাগজপত্র ছিঁড়ে দেওয়া হচ্ছে।’’ তিনি বলেছেন, ‘‘আর কত নিচে রাজ্যটাকে টেনে নামাবে তৃণমূল? পুলিশ তৃণমূলের হয়ে ভোট করাচ্ছে।’’ 

এদিনই সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে মামলায় হাইকোর্টের রাণ বহাল রেখেছে। হিংসা এবং বিরোধীদের বাধার জন্য সুপ্রিম কোর্টের কড়া সমালোচনার মুখে পড়েছে রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কমিশন এবং রাজ্য সুপ্রিম কোর্টে যায়।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের রায়ের প্রসঙ্গে চক্রবর্তী বলেছেন, ‘‘নির্বাচনে মানুষকে নিরাপত্তা দেওয়া এবং অধিকার রক্ষার কাজ কমিশনের। তা না করে শাসকের দালালি করছে। কানমলা খেতে হচ্ছে, থাপ্পড় খেতে হচ্ছে। শোচনীয় পরিস্থিতি।’’ 

এদিন দাসপুরে-১ ব্লকে সিপিআই(এম)’র মহিলা প্রার্থীকে জোর করে ব্লক দপ্তরে নিয়ে মনোনয়ন তোলানো হয়। পুলিশ তাঁকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছে। মুর্শিদাবাদের বড়ঞায় কংগ্রেস প্রার্থীদের প্রতীক এবং অন্য কাগজপত্র ছিঁড়ে ফেলে তৃণমূলের বাহিনী। ব্লক দপ্তরের মধ্যেই তা হয়েছে।

চক্রবর্তী কমিশনের ভূমিকার কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘‘কমিশন চেয়েছিল যাতে বিরোধীরা মনোনয়ন জমা করতে না পারে। মনোনয়ন পর্ব কম সময়ে সাড়া হলো। বিরোধীদের মনোনয়ন জমা ঠেকানো গেলো না। তৃণমূলের মনোনয়ন জমা নেওয়া হলো বেআইনি কায়দায়। সিসিটিভি ফুটেজ দেখলেই ধরা পড়বে তৃণমূলের বহু প্রার্থীর নাম তালিকায় রয়েছে যাঁরা নিয়ম অনুযায়ী ব্লক দপ্তরে দাঁড়িয়ে মনোনয়ন জমা দেননি। বিভিন্ন জায়গায় মনোনয়ন জমা দিতে দেওয়া হলো না হুমকি দিয়ে। তার মধ্যে চোপড়া, ক্যানিং, সন্দেশখালি, মিনাখা বা বজবজের নাম হয়ত সামনে এসেছে, এমন আরও বহু জায়গায় হয়েছে।’’ 

জোর করে মনোনয়ন তোলানোর প্রসঙ্গে চক্রবর্তী দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের একটি উদাহরণ দেন। এক প্রার্থীর বাড়ি ঘিরে ফেলে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী। ওসি, এসডিপিও’কে জানিয়ে ফল হয়নি। পালিয়ে তাঁকে কবরে শুয়ে থাকতে হয়েছে। 

Comments :0

Login to leave a comment