দুর্গাপুরে ২৯ নং ওয়ার্ডে সগড়ভাঙা এলাকার বনফুল সরনীর অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল। লাগাতার চারবছর ধরে সিপিআই(এম) এই ইস্যুতে আন্দোলন করে চলেছে। গত ২২ ডিসেম্বর এডিডিএতে ডেমনস্ট্রেশন দেওয়ার সময় এডিডি'র চেয়ারম্যান দাবি মেনে বলেছিলেন রাস্তার কাজ দ্রুত শুরু করবেন। কিন্তু করেন নি। রবিবার হঠাৎ করে সেই রাস্তার কাজ শুরু করার পরিবর্তে রাস্তায় এক বেসরকারি কোম্পানিকে দিয়ে ছাই ফেলানো হচ্ছিল বনফুল সরনীতে। স্থানীয় মানুষ তার প্রতিবাদ করেন এবং ছাই ভর্তি ডাম্পার ফেরত পাঠিয়ে দেন। রাস্তায় বসে পড়েন স্থানীয় মানুষ তখন কোকওভেন থানার পুলিশ লাঠিচার্জ করেন। স্থানীয় মানুষদের আক্রমণ করেন। এই ঘটনার প্রতিবাদে সোমবার সকাল সাড়ে দশটায় বনফুল সরণিতে অবরোধ হবে সিপিআই(এম)'র পক্ষ থেকে।
Police Lathi Charge
দূর্গাপুর সগড়ডাঙায় স্থানীয় মানুষের ওপর লাঠিচার্জ পুলিশের, প্রতিবাদে কাল অবরোধ
×
Comments :0