CPIM POLIT BUREAU

এসআইআর বিরোধিতা ৮ আগস্ট, বাংলাভাষী নিপীড়নেও নিন্দা পলিট ব্যুরোর

জাতীয়

কোভিড মহামারির আগেই ব্যাপকভাবে জনগণের বিরোধিতার মুখে পড়েছিল এনআরসি। এখন পেছনের দরজা দিয়ে চুপিসারে তা কার্যকর করার চেষ্টা চলছে। নির্বাচন কমিশন, যা এখন পর্যন্ত বিজেপি নেতৃত্বাধীন সরকারের পক্ষে কাজ করছিল, এখন আরএসএস-সঙ্ঘ পরিবারের এজেন্ডা বাস্তবায়নে সহচর হয়ে উঠেছে।
বিহারের ভোটার তালিকার ‘বিশেষ গভীর সংশোধন’ বা এসআইআর’র প্রতিবাদ জানিয়ে এ কথা বলেছে সিপিআই(এম) পলিট ব্যুরো।  ৮ আগস্ট দেশজুড়ে এই নির্বাচন কমিশনের জনবিরোধী প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদের ডাক দিয়েছে।
রবিবার বিবৃতিতে বলা হয়েছে, বিদেশিদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অজুহাতে সংখ্যালঘু এবং অন্য গোষ্ঠীর বড় অংশকে ভোটাধিকার থেকে বঞ্চিত করছে। পুরো প্রক্রিয়াটি নানা ধরনের ভ্রান্তিতে পরিপূর্ণ, এবং এমনকি সংবিধান দ্বারা গ্যারান্টিকৃত ভোটাধিকারও অনেকের ক্ষেত্রে অস্বীকৃত হতে পারে। 
মহারাষ্ট্র জননিরাপত্তা বিল বাতিলেরও দাবি তুলেছে পলিট ব্যুরো। বলা হয়েছে যে এই বিল জনগণের গণতান্ত্রিক অধিকারের উপর একটি বড় আক্রমণ। এই বিলে এমন একটি ধারণা তৈরি করাতে চাইছে যে যারা ভিন্নমত পোষণ করে তারাই যেন জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। বিলটি ইচ্ছাকৃতভাবে অতি বাম শক্তি এবং অনুরূপ সংগঠনগুলির সংজ্ঞাকে অস্পষ্ট রেখেছে। যার ফলে যে কোনো বিরোধী মতকে আক্রমণের সমূহ সম্ভাবনা থেকে যাচ্ছে। 
জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবি ফের তুলেছে পলিট ব্যুরো। 
রাজ্যে রাজ্যে বাংলাভাষীদের ওপর আক্রমণের তীব্র নিন্দা করেছে পলিট ব্যুরো। ভারতীয় নাগরিকদের পর্যন্ত জোর করে বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে — স্থলপথ এবং এমনকি সমুদ্রপথেও। পলিট ব্যুরো বলেছে, সিপিআই(এম) এই বাঙালিদের উপর লক্ষ্য করে চালানো আক্রমণের বিরোধিতা করছে, কারণ এটি ভারতীয় সংবিধান প্রদত্ত চলাফেরার স্বাধীনতার পরিপন্থী। এই বেআইনি আটক বন্ধ করার দাবি তুলেছে পলিট ব্যুরো। 
আসামে উচ্ছেদ অভিযানের বিরোধিতা করেছে পলিট ব্যুরো। কেরালার রাজ্যপালের কার্যকলাপের বিরোধিতা করেছে। ৯ জুলাই সাধারণ ধর্মঘট সফল করার জন্য শ্রমজীবী জনগণকে অভিনন্দন জানিয়েছে।
সংসদের বাদল অধিবেশনে খনিজ ও খনি (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) সংশোধনী বিল, পরমাণু শক্তি আইন ও পরমাণু ক্ষতির জন্য নাগরিক দায়বদ্ধতা আইনে সংশোধনী বিল পাশ করাতে চাইছে বিজেপি সরকার। তার বিরুদ্ধে সব বিরোধী দলকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করবে সিপিআই(এম)।
সেই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ জানিয়েছে। চুক্তি সইয়ের লক্ষ্যে আলোচনা চলছে। পলিট ব্যুরো বলেছে যে দুধ, কৃষি, প্রতিরক্ষা, ওষুধ, আর্থিক পরিষেবা ইত্যাদি ক্ষেত্রে আমেরিকার জন্য খুলে দেওয়ার দিকে এগচ্ছে কেন্দ্র। 
পরবর্তী কেন্দ্রীয় কমিটির বৈঠক ১৩-১৫ সেপ্টেম্বর নয়াদিল্লিতে হবে। এই বৈঠকে আসন্ন বিহার এবং অন্যান্য রাজ্যের নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি ছাড়াও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে।

Comments :0

Login to leave a comment