রামমন্দিরের অনুষ্ঠান দেখার জন্য ২২ জানুয়ারি অর্ধেক দিনের ছুটি ঘোষণা করেছে কেন্দ্র। উত্তর প্রদেশের বিজেপি সরকারও একই ব্যবস্থা করেছে। ধর্মীয় অনুষ্ঠান ঘিরে এমন সরকারি তৎপরতার বিরোধিতা করেছে সিপিআই(এম)।
শুক্রবার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে সিপিআই(এম) পলিট ব্যুরো। বলা হয়েছে, পুরোটাই ক্ষমতার গুরুতর অপব্যবহার।
বৃহস্পতিবারই এই সরকারি নির্দেশিকা বা পরিভাষায় ‘অফিস মেমোরান্ডাম’ প্রকাশ করেছে কেন্দ্রের বিজেপি সরকার। অযোধ্যায় রামমন্দিরের অনুষ্ঠানে কেবল যাচ্ছেন না, ধর্মীয় অনুষ্ঠান সম্পাদনেরও প্রধান দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে দেখার জন্য ‘হাফ-ছুটি’ দিয়েছে তাঁরই সরকার।
শুক্রবার পলিট ব্যুরো বলেছে, সরকারের এমন আচরণ সংবিধান এবং সুপ্রিম কোর্টের নির্দেশিকার বিরোধী। যেখানে স্পষ্ট করা হয়েছে যে রাষ্ট্রের কোনও ধর্মীয় রঙ থাকবে না।
কেন্দ্রের নির্দেশিকায় স্পষ্টই লেখা হয়েছে ‘অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান পালনের সুযোগ দেওয়ার জন্য ২২ জানুয়ারি দুপুর আড়াইটে পর্যন্ত সরকারি দপ্তর, কেন্দ্রীয় প্রতিষ্ঠান এবং শিল্প প্রতিষ্ঠান বন্ধ থাকবে।’
Comments :0