Primary Teachers

শোকজের জবাব দিলেন প্রাথমিক শিক্ষকরা

জেলা

Primary Teachers


১২ই জুলাই কমিটি সহ বিভিন্ন সংগঠনের ডাকা ধর্মঘটের জন্য পাঠানো শোকজ নোটিশের জবাব দিলেন জেলার প্রাথমিক শিক্ষকরা। ইটাহার, ইসলামপুর,  রায়গঞ্জ, হেমতাবাদ ধর্মঘটে  শামিল হওয়া শিক্ষকদের ধর্মঘটের ডিপিএসসি জবাব চেয়েছে। কেন ১০ মার্চ স্কুলে অনুপস্থিতি? ইটাহার, রায়গঞ্জ উত্তর, ইসলামপুর সদর চক্রে উপস্থিত হয়ে একাধিক প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা বুধবার তাদের কাছে পাঠানো শোকজের উত্তর তুলে দিলেন বিদ্যালয় পরিদর্শককে। বিভিন্ন সার্কেল অফিসের সামনে উপস্থিত ছিলেন কৃষ্ণেন্দু রায়চৌধুরি, অস্মিতা মুখার্জি, নির্মল বসু, ধ্রুব পাল প্রমুখ শিক্ষক শিক্ষিকা। শিক্ষক সংগঠনের কেন্দ্রীয় নেতা কৃষ্ণেন্দু রায়চৌধুরি বলেন, এটা নতুন কোনও ঘটনা নয়।

 ২০১১ সালের পর থেকেই হুমকির সামনে দাঁড়িয়ে আছে শিক্ষকেরা। ১২ বছর ধরে সংগঠনের পক্ষে সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে, সরকারি কোষাগার থেকে বেতনভুক্ত শ্রমিক কর্মচারীদের ধর্মঘট ফান্ডামেন্টাল অধিকার। ধর্মঘট করেই ধর্মঘট রুখবেন শিক্ষকেরা। সংগঠনের জেলা নেতা রঘুপতি মুখার্জি জানান, ইসলামপুর এলাকায় পঞ্চাশ থেকে ষাট জন শিক্ষককে শো-কজ করা হয়েছিল। তার মধ্যে তিরিশ জন বুধবার যোগ্য উত্তর দিয়েছেন। প্রশ্ন হচ্ছে এখনো অনেক শিক্ষককে শোকজ করা হয়নি। সেই চিঠি চাওয়া হয়েছে। সংগঠনের জেলা সম্পাদক নির্মল বসু বলেন, বুধবার  চলছে শো কজের চিঠি নেওয়া ও জমা দেওয়ার কাজ। উত্তর দিনাজপুর জেলার ইটাহার চক্র ও রায়গঞ্জ উত্তর ইসলামপুর চক্রতে জবাব দেওয়া হয়েছে। পরবর্তীতে অন্যান্য সার্কেলেও জবাব দেওয়া হবে।
 

Comments :0

Login to leave a comment